ইরানের হামলায় কী পরিমাণ ক্ষতি হলো ইসরায়েলের?

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে স্থানীয় সময় শনিবার সন্ধ্যার পর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ওই সময় তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
বিজ্ঞাপন
তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের এই হামলার প্রায় পুরোটাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। এতে তাদের সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্ররা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলে আসার পূর্বেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ে একটি ঘাঁটি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে একটি শিশু আহত হয়েছে। এটি ছাড়া আর হতাহতের ঘটনাও ঘটেনি।
বিজ্ঞাপন
হ্যাগারি বলেছেন, “ইরানের হুমকি আইডিএফের আকাশ ও প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে মোকাবেলা করা হয়েছে। সঙ্গে ছিল শক্তিশালী জোট। যার মাধ্যমে বেশিরভাগ হুমকি ঠেকিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে যেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সেগুলোর ৯৯ শতাংশ ঠেকিয়ে দেওয়া হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অর্জন।”
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার একটি পোস্টে জানিয়েছিল, একটি ঘাঁটিতে হামলাসহ কয়েকজন আহত হয়েছেন। কিন্তু হ্যাগারি এ ব্যাপারে কিছু বলেননি।
বিজ্ঞাপন
ইসরায়েলি সেনাবাহিনীর এ কর্মকর্তা দাবি করেছেন, ইরান যেসব ড্রোন ছুড়েছিল সেগুলোর একটিও ইসরায়েলে প্রবেশ করতে পারেনি। এছাড়া ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটিও ইসরায়েলে আঘাত হানতে পারেনি। ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৫টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
তবে ইরানের ছোড়া ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। যেগুলো নাভাতিম বিমান ঘাঁটিতে পড়ে। এতে ওই ঘাঁটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান অবশ্য জানিয়েছেন, তারা হামলার আগেই এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোকে অবহিত করেছিলেন এবং তারা জানিয়েছিলেন, ইসরায়েলে তাদের হামলা খুব বড় হবে না।
ইরান ঝাঁকে ঝাঁকে ড্রোন ছোড়ার পর সেগুলো ভূপাতিত করতে কাজ শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডান। সিরিয়ার ওপর দিয়ে যেসব ড্রোন উড়ে আসছিল সেগুলো মার্কিন সেনারা ভূপাতিত করেন। এছাড়া জর্ডানের সেনাবাহিনীও ড্রোন ভূপাতিত করে।
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের দুই জেনারেলসহ ৭ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাব দিতেই ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করতে চান না। এ কারণে সীমিত হামলা চালানো হয়েছে।
সূত্র: সিবিএস নিউজ
এমটিআই