ইরানের হামলায় ‘জয় হয়েছে’ নেতানিয়াহুর
ইসরায়েলকে লক্ষ্য করে রোববার রাতে তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই ভূপাতিত করা হয়েছে অথবা ধ্বংস করে দেওয়া হয়েছে।
আজ সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে একটি ঘাঁটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭ বছর বয়সী এক শিশু আহত হয়েছে।
ইরানের এই হামলাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘জয়’ হিসেবে অভিহিত করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিসের বিশ্লেষক মোহামাদ এলমারসে।
আরও পড়ুন
এই বিশ্লেষক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, ইরানের হামলার মাধ্যমে গাজা থেকে সবার নজর সরে গেছে। গাজায় বর্বরতা চালানোর জন্য ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যে সমালোচনার মুখোমুখি হচ্ছিল সেটি বন্ধ হয়ে গেছে। আর নেতানিয়াহু এটিই চাচ্ছিলেন— যেন ইসরায়েলের ভেতর এবং বাইরে তার বিরুদ্ধে সমালোচনা বন্ধ হয়ে যায়।
তিনি বলেছেন, “সর্বশেষ ১২ ঘণ্টা নেতানিয়াহুর জন্য একটি বিজয়। লক্ষ্য করুন, আমরা আর আজকের বিষয় নিয়ে কথা বলছি না। আমরা গাজায় ত্রান যাওয়ার ব্যাপারে কথা বলছি না। আমরা গাজার গণহত্যা নিয়ে কথা বলছি না। ইসরায়েলেও কেউ আর জিম্মিদের নিয়ে কথা বলছে না।”
“এটিই (নজর সরে যাওয়া) নেতানিয়াহু চেয়েছিলেন। আমরা এখন পশ্চিমা দেশগুলোর রাজধানীতে ইসরায়েলের জন্য সমবেদনা এবং তাদের বুলি শুনতে পাচ্ছি।” যোগ করেন মোহামাদ এলমারসে।
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ইসলামি বিপ্লবী গার্ডের দুই জেনারেলসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারান। ওই হামলার জবাব দিতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। তবে এসব মারণাস্ত্র ইসরায়েলের বড় কোনো ক্ষতি করতে পারেনি।
সূত্র: আলজাজিরা
এমটিআই