আদালতে নওয়াজ শরিফের দলের তিন প্রার্থীর ফলাফল স্থগিত
নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগের (পিএমএলএন) তিন প্রার্থীর বিজয়ের ফলাফল স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এই নির্দেশ দেন আদালত।
গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর জাতীয় পরিষদের -৪৭ আসনে মুসলিম লীগের তারিক চৌধুরী, এনএ-৪৬ আসনে আঞ্জুম আকিল এবং এনএ-৪৬ আসনে রাজা খুররমকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
কিন্তু তাদের সবার বিরুদ্ধে কারচুপি করে জয়ের অভিযোগ তোলে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এরপর তারা এসব জয়ের বিরুদ্ধে আদালতের দারস্থ হয়। পিটিআইয়ের আবেদনের প্রেক্ষিতে এ তিনজনের ফলাফল স্থগিত করেছেন আদালত।
পাক সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের বিচারক মিঁঞাগুল হাসান আওরঙ্গজেব এবং বিচারক আরবাব মুহাম্মদ তাহিরকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন।
আরও পড়ুন
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তারিক চৌধুরী ১ লাখ ২ হাজার ৫০২টি ভোট, আঞ্জুম আকিল ৮১ হাজার ৯৫৮ ভোট পেয়ে বিজয়ী হন।
তবে নির্বাচন কমিশন ঘোষিত এ ফলাফলের বিরুদ্ধে আদালতে যান ইমরান খানের দলের প্রার্থীরা।
নির্বাচন শেষ হওয়ার পর থেকেই ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ করে আসছে পিটিআইসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এরমধ্যে গত শুক্রবার রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী স্বীকার করেন নির্বাচনে কারচুপি হয়েছে। এমনকি তিনি এও জানান, এই কারচুপির সঙ্গে তিনি জড়িত আছেন। এজন্য নিজেই নিজের শাস্তি দাবি করেন এই সরকারি কর্মকর্তা।
লিয়াকত আলীর এমন স্বীকারোক্তির পর নির্বাচনের কারচুপির দাবি আরও জোরালো হয়। বর্তমানে পিটিআইসহ বেশ কয়েকটি দল সঠিক ফলাফলের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছে।
সূত্র: জিও নিউজ
এমটিআই