রাস্তাজুড়ে ছড়িয়ে আছে কয়েন, তুলতে হুড়োহুড়ি
রাস্তায় পড়ে রয়েছে কয়েন ভর্তি দুটি ব্যাগ। এর পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে দুই টাকা, পাঁচ টাকার কয়েন। রাস্তায় এভাবে টাকা পড়ে থাকতে পারে? বিস্ময়কর হলেও এমনটাই হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায়।
রাস্তায় শুধু কয়েন পড়েছিল তাই নয়, সেগুলো তুলে নিতে হুমড়ি খেয়ে পড়েছিলেন স্থানীয়রা। সেই দৃশ্য দেখে দুর্ঘটনার আশঙ্কায় থমকে গিয়েছিল ওই রাস্তা দিয়ে চলা সমস্ত যানবাহন। মুহূর্তের মধ্যে যানজট তৈরি হয়ে যায় গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে গতকাল সকালে। পরে পুলিশ জানায়, কলকাতাগামী একটি দূরপাল্লার বাসের ছাদ থেকে দু’টি বস্তা কোনোভাবে পড়ে যায়। একটি বস্তা ফেটে গিয়ে কয়েন ছড়িয়ে পড়ে রাস্তায়। সেই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় রাস্তার পাশের বস্তিতে। সেখান থেকে লোকজন ছুটে এসে দ্রুতগামী যানবাহনের পরোয়া না করেই কয়েন কুড়াতে শুরু করেন। যার ফলে থমকে যায় যানবাহন।
রাস্তার এ খবর শুনে ছুটে আসেন ট্রাফিক পুলিশ। তারা কয়েন কুড়োতে আসা বস্তিবাসীকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বলেন, নামাজ পড়ে ফেরার সময়ে আমরা অনেকেই ওই ঘটনা দেখতে পাই। কিন্তু কী ভাবে এত কয়েন রাস্তায় ছড়িয়ে পড়ল, তা বুঝতে পারিনি। পরে জানলাম, বাসের ছাদ থেকে পড়েছে।
আরও পড়ুন
এদিকে কোন বাসের ছাদ থেকে কয়েনগুলো পড়ল তা এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। আবার দুটি বস্তা বাস থেকে পড়ে যাওয়ার পরও কেন সেগুলো বাসে আবার তোলা হলো না সে বিষয়টিও ভাবাচ্ছে পুলিশকে।
সূত্র : আনন্দবাজার।
এনএফ