নতুন চুক্তি নিয়ে হামাস নেতাদের মধ্যে মতপার্থক্য
দখলদার ইসরায়েলের সঙ্গে নতুন একটি চুক্তি নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আলোচনা চলছে। এই চুক্তি নিয়ে গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা হয় এবং একটি কাঠামো তৈরি করা হয়।
এতে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হবে। এই সময় সবধরনের হামলা বন্ধ থাকবে। এর বদলে হামাস বেসামরিক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে।
তবে এ চুক্তি নিয়ে এখন হামাসের নেতৃবৃন্দের মধ্যে মতভেদ দেখা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এ প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার ‘ছয় সপ্তাহের’ যুদ্ধবিরতির মেয়াদ মেনে নেওয়ার কথা বলেছেন। তার মতে, এই ছয় সপ্তাহের মধ্যে হামাস নিজেদের আবার পুনর্গঠিত করতে পারবে এবং গাজায় অতিপ্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রবেশ করবে।
আরও পড়ুন
তবে হামাস প্রধান ইসমাইল হানিয়া চান, দখলদার ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হতে হবে। স্থায়ীভাবে সব হামলা বন্ধ করতে হবে, গাজা থেকে সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে, ইসরায়েল নতুন করে হামলা চালাবে না সে ব্যাপারে আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে এবং প্রায় ধ্বংস হয়ে যাওয়া গাজাকে পুনর্গঠন করে দিতে হবে।
নতুন জিম্মি চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করতে গতকাল শুক্রবার মিসরে যান ইসমাইল হানিয়া।
পরবর্তীতে হানিয়ার দপ্তর থেকে জানানো হয়, তিনি আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ নাখালেহের সঙ্গে চু্ক্তি নিয়ে আলোচনা করেছেন। আর এই আলোচনার পর দুই নেতা সিদ্ধান্ত নিয়েছেন, যে কোনো ধরনের চুক্তির আগে ইসরায়েলকে গাজা থেকে সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে, অবরোধ প্রত্যাহার করতে হবে, গাজাকে পুনর্গঠন করে দিতে হবে এবং ইসরায়েলের হাতে বন্দিদের মুক্তি দিতে হবে।
তবে ইসরায়েল ইসমাইল হানিয়ার দাবি মেনে নেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটি।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
এমটিআই