নওয়াজ শরিফের সমাবেশে আনা হলো সত্যিকারের সিংহ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে মঙ্গলবার একটি নির্বাচনী সমাবেশে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। লাহোরের এই সমাবেশে তাকে স্বাগত জানাতে সমর্থকরা সেখানে নিয়ে এসেছিলেন একটি সত্যিকারের সিংহ। তবে নওয়াজ বিষয়টি জানার পর সিংহটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
পাক সংবাদমাধ্যম জিও টিভি আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জিও টিভি জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের নির্বাচনে এনএ-১৩০ তম আসন থেকে নির্বাচন করবেন নওয়াজ। সেখানে তাকে স্বাগত জানাতে সিংহের পাশাপাশি একটি বাঘও খাঁচায় ভরে নিয়ে আসা হয়েছিল। খাঁচার ভেতর বাঘ ও সিংহ দেখতে পেয়ে অনেকে সেগুলোর সঙ্গে সেলফি তোলেন।
নওয়াজ শরিফের নির্বাচনী র্যালিগুলোতে অনেকেই এমন বাঘ-সিংহ নিয়ে আসছেন। কারণ এটি তার নির্বাচনী প্রতীক।
আরও পড়ুন
নওয়াজের মেয়ে মরিয়ম আওরেঙ্গজেব জানিয়েছেন, সমাবেশে সিংহ আনার খবর জানতে পারেন তার বাবা। তখন তার নির্দেশে সিংহটি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) মরিয়ম লিখেছেন, ‘নওয়াজ শরিফ নির্দেশনা দিয়েছেন সত্যিকারের সিংহ বা অন্য কোনো প্রাণী পাকিস্তানের কোনো সমাবেশে আনা যাবে না। মহিনি রোডে একটি সিংহ আনার খবর জানতে পারেন তিনি। এরপর তার কড়া নির্দেশনায় সিংহটিকে তার জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। তবে ২০২২ সালে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এবারের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
সূত্র: জিও টিভি
এমটিআই