ইমরানের দলের পতাকা টানানো নিয়ে বিবাদ, ছেলেকে হত্যা করলেন বাবা
পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে বাড়িতে কোন রাজনৈতিক দলের পতাকা টানানো হবে তা নিয়ে দ্বন্দ্বে ছেলেকে গুলি চালিয়ে হত্যা করেছেন দেশটির এক ব্যক্তি। দেশটির পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি কাতার থেকে ফিরে আসা ছেলে পেশোয়ারের উপকণ্ঠে নিজেদের বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) পতাকা উত্তোলন করেন। এ নিয়ে তার বাবার সাথে তর্ক-বিতর্ক শুরু হয়।
জেলা পুলিশের কর্মকর্তা নাসির ফরিদ বলেন, পরে ছেলেকে বাড়িতে পিটিআইয়ের পতাকা উত্তোলন করতে নিষেধ করেন বাবা। কিন্তু ছেলে পতাকা নামাতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে পিটিআইয়ের রাজনীতিও ত্যাগ করবেন না বলে বাবাকে জানান।
‘‘দুজনের মাঝে তীব্র বাগ-বিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে ৩১ বছর বয়সী ছেলেকে পিস্তল থেকে গুলি চালিয়ে হত্যা করেন ওই ব্যক্তি। পরে বাসা থেকে পালিয়ে যান তিনি।’’
গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তিনি দেশটির জাতীয়তাবাদী রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টির সমর্থক।
পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পুলিশের কমান্ডার মোয়াজ্জাম জাহ আনসারি এএফপিকে বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আধাসামরিক বাহিনীর প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন করা হবে।
সূত্র: এএফপি।
এসএস