পাকিস্তান-ইরানের মধ্যে উত্তেজনা কমার ইঙ্গিত
হামলা ও পাল্টা হামলার কারণে দুই প্রতিবেশী দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটি কমে যেতে শুরু করেছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ‘ইতিবাচক বার্তা আদান-প্রদান’ হওয়ার বিষয়টি ইঙ্গিত করছে— উত্তেজনা অনেকটাই কমে গেছে।
গত বুধবার পাকিস্তানের ভূখণ্ডের ভেতর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ভূখণ্ডে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে শঙ্কা দেখা দেয়— দুই দেশের মধ্যে বড় সংঘাত শুরু হতে পারে। তবে সেই শঙ্কা কেটে গেছে বলেই ধারণা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র সচিব সৈয়দ রসুল মৌসাভি মাইক্রো ব্লগিং সাইটে এক্সে একটি পোস্ট করেন। এতে তিনি জানান, দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে সর্বোচ্চ কাজ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ওই পোস্টে আরও লেখেন, ‘প্রতিবেশী দুই দেশের নেতা ও কর্মকর্তারা জানেন শুধুমাত্র সন্ত্রাসী ও দুই দেশের শত্রুরা এই উত্তেজনার মাধ্যমে উপকৃত হবে।’
আরও পড়ুন
তার সেই পোস্টের জবাব দেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব রহিম হায়াত কোরেশি। তিনি তার ইরানি সহকর্মীকে ‘প্রিয় ভাই’ হিসেবে অভিহিত করেন এবং বলেন পাকিস্তান-ইরান ভ্রাতৃত্বপূর্ণ দেশ এবং তাদের যেসকল সমস্যা আছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
এছাড়া দুই দেশের মধ্যে যে বিশ্বাস ও আত্মবিশ্বাস ছিল সেটি পুনর্স্থাপন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে শুক্রবার একটি জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার।
সূত্র: জিও নিউজ
এমটিআই