লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চলমান তীব্র উত্তেজনার মাঝে লোহিত সাগরে মাল্টার পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মঙ্গলবার লোহিত সাগরে ইয়েমেনের সালিফ বন্দর থেকে ৭৬ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে ওই জাহাজে হামলা হয়েছে।
আন্তর্জাতিক একটি নিরাপত্তা প্রতিষ্ঠান ও গ্রিসের জাহাজ পরিবহন মন্ত্রণালয়ের দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লোহিত সাগরের উত্তর দিকে যাত্রাকারী মাল্টার ফ্লাগবাহী ওই জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। জোগ্রাফিয়া নামের জাহাজটি ২৪ জন ক্রু নিয়ে ভিয়েতনাম থেকে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করছিল। হামলার সময় কার্গো খালি ছিল বলে গ্রিসের একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি বলেছে, হামলায় জাহাজের কেউ হতাহত হননি। তবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরও জাহাজটি যাত্রা অব্যাহত রেখেছে। তবে নিরাপত্তা তল্লাশির জন্য যাত্রাপথ পরিবর্তন করা হতে পারে।
গত ৭ অক্টোবর ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের কিছু অংশে বিরোধ ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলে ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন থেকে হামলা চালাচ্ছে। ইসরায়েলে হামলার পাশাপাশি লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজে প্রায়ই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে গোষ্ঠীগুলো।
এদিকে, উত্তর ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে এবং সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। হামলার পর মঙ্গলবার তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইরাক। একই সঙ্গে বাগদাদে ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিতিশীলতা বৃদ্ধির উদ্বেগকে আরও গভীর করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, সোমবার ভোরের দিকে ওই অঞ্চলে গাজা যুদ্ধের সাথে সংশ্লিষ্ট প্রথম সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরান। গাজায় সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের চারপাশে ইরানের কয়েকজন কমান্ডার এবং ইরানের মিত্র বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের চালানো ‘‘নৃশংসতার’’ জবাবে এই হামলা করা হয়েছে।
সূত্র: রয়টার্স।
এসএস