ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা
ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের একটি ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা হয়েছে। শুক্রবার উত্তর ইরাকে আল-হারির সামরিক ঘাঁটিতে এই হামলা হয়েছে ইরাকের কুর্দিস্তানের কাউন্টার টেররিজম সার্ভিস জানিয়েছে।
তবে এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, আল-হারির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা।
বাগদাদে মার্কিন সামরিক বাহিনীর প্রতিশোধমূলক হামলার একদিন পর শুক্রবার উত্তর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সৈন্যদের ঘাঁটিতে ওই হামলা হয়েছে। এর আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার মার্কিন সৈন্যদের ওপর হামলায় জড়িত সেখানকার এক মিলিশিয়া নেতাকে হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ায় কমপক্ষে ১০০ বার হামলার শিকার হয়েছে মার্কিন সামরিক বাহিনী।
গাজায় হামাসের সাথে ইসরায়েলের বিরোধে ওয়াশিংটন হস্তক্ষেপ করায় ইরানের সাথে সংশ্লিষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। এই হুমকির পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা বাড়ছে।
মধ্যপ্রাচ্যে সক্রিয় ও ইরানের মদদপুষ্ট বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এসব হামলার জন্য দায়ী বলে জানিয়েছে পেন্টাগন।
সূত্র: রয়টার্স।
এসএস