যেকোনো মুহূর্তে মারা যেতে পারেন নাভলনি, বলছেন ডাক্তাররা
হৃৎপিণ্ডের স্পন্দন সংক্রান্ত জটিলতা (অ্যারিথমিয়া) ও রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ায় জীবন-সংকটে আছেন রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। দ্রুত যথাযথ চিকিৎসা না দেওয়া হলে যেকোনো সময় তিনি মারা যেতে পারেন বলে শঙ্কা জানিয়েছেন তার চিকিৎসকরা।
দুর্নীতির দায়ে দণ্ডিত নাভালনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার দূরে পোকরভ শহরের একটি কারাগারে আছেন। কারাগারে থাকার সময়েই মেরুদণ্ডে ব্যাথা ও হাত পায়ে অসাড়তা বোধ করছিলেন তিনি। এর যথাযথ চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষকে আবেদনও করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ সেই আবেদনে গুরুত্ব না দেওয়ায় গত ৩১ মার্চ থেকে কারাগারে অনশন শুরু করেন নাভালনি।
সম্প্রতি নাভালনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক আনাসতাসিয়া ভাসিলিয়েভা, হৃদরোগ বিশেষজ্ঞ ইয়ারোস্লাভ আশিখমিনসহ চারজন ডাক্তার। শনিবার ইয়ারোস্লাভ আশিখমিন তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমাদের রোগীর অ্যারিথমিয়ার সমস্যা সম্প্রতি বেড়েছে। যে কোনো মুহূর্তে এটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং তিনি মারা যেতে পারেন।’
গতবছর বিষপ্রয়োগ করা হয়েছিল নাভালনিকে। সে ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিলেন তিনি। জার্মানিতে ছয় মাস চিকিৎসার পর সুস্থ হন নাভালনি। তবে চিকিৎসকরা তাকে কিছু নিয়ম মেনে চলতে বলেছিলেন।
নাভালনির ব্যক্তিগত চিকিৎসক আনাসতাসিয়া ভাসিলিয়েভা এক টুইটবার্তায় শুক্রবার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনশন করায় তার রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে।
টুইটবার্তায় আনাসতাসিয়া বলেন, একজন মানুষের রক্তে পটাশিয়ামের মাত্রা ৬ শতাংশ হলেই তাকে জরুরিভিত্তিতে চিকিৎসা দেওয়া প্রয়োজন। নাভালনির রক্তে পটাশিয়ামের মাত্রা বর্তমানে ৭ দশমিক ১ শতাংশ।
‘কারো রক্তে এই পরিমান পটাশিয়ামের উপস্থিতি থাকলে তার মূত্রাশয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়’— বলেন আনাসতাসিয়া।
গত সপ্তাহে নাভালনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার স্ত্রী ইউলিয়া নাভালনি। সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনশন করায় তার স্বামীর ওজন ৯ কেজি কমে গেছে।
তবে নাভালনি যে কারাগারে বন্দি আছেন, সেখানকার কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
কে এই নাভালনি?
রাশিয়ার দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী হিসেবে রাশিয়ায় অত্যন্ত পরিচিত রাজনীতিক নাভালনি। ২০১৮ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু অর্থ আত্মসাতের দায়ে দেশটির বিরোধী এই নেতাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখা হয়।
দুর্নীতিবিরোধী অভিযানে পাওয়া অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের ওই কারাদণ্ড দিয়েছিলেন রাশিয়ার আদালত। কারাবন্দি অবস্থায় গত ফেব্রুয়ারিতে তিনি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন; কিন্তু আপিলের শুনানিতে হেরে যান নাভালনি। আদালত অবশ্য তারপরও তার সাজা ছয়মাস কমিয়ে দিয়েছে।
গত জানুয়ারিতে বিমানবন্দরে যখন নাভালনিকে আটক করা হয়, তার ঠিক আগ মুহূর্তে সেখানে উপস্থিত তার সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি জানি, আমি সঠিক পথে আছি। আমি কিছুতেই ভয় করি না।
সূত্র: এএফপি
এসএমডব্লিউ