ইসরায়েলি হামলায় হামাস নেতা নিহত, প্রতিশোধের হুমকি হিজবুল্লাহর
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল অরৌরি হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলকে সন্দেহাতীতভাবে শাস্তি পেতে হবে বলে হুমকি দিয়েছে লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার হিজবুল্লাহর এক বিবৃতিতে অরৌরি হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিশোধ নেওয়ার এই হুমকি দেওয়া হয়েছে।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের এক এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় হামাস নেতা সালেহ আল অরৌরিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। গাজা উপত্যকা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান হিসেবে কাজ করছিলেন অরৌরি। ইসরায়েলি ড্রোন হামলায় তার মৃত্যুর পর হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধ ওই অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
হামাসের অন্যতম প্রধান মিত্র ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত ৭ অক্টোবরের পর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। অরৌরি হত্যাকাণ্ডের পর হিজবুল্লাহর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমাদের প্রতিরোধ আন্দোলন প্রতিশ্রুতিবদ্ধ, গর্বিত এবং নিজেদের নীতির প্রতি বিশ্বস্ত রয়েছে। ট্রিগারে হাত দিয়ে প্রস্তুত আছে হিজবুল্লাহ। আমাদের যোদ্ধারা সর্বোচ্চ স্তরের প্রস্তুতি গ্রহণ করেছে।’’
সালেহ আল অরৌরির হত্যাকাণ্ডকে লেবাননের সার্বভৌমত্বের ওপর ‘‘বিপজ্জনক আক্রমণ’’ এবং ইসরায়েলি শত্রু ও আঞ্চলিক প্রতিরোধ অক্ষের মাঝে যুদ্ধের সময় ‘‘বিপজ্জনক ঘটনা’’ হিসেবে বর্ণনা করেছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহ বলেছে, ‘‘জঘন্য এই অপরাধ’’ কেবল আঞ্চলিক প্রতিরোধ শক্তির বিশ্বাসকেই নয়, বরং ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে ‘‘জয় এবং মুক্তি না মেলা পর্যন্ত’’ তাদের সংকল্প আরও বাড়িয়ে তুলবে।
এদিকে, বৈরুতে হামলা চালিয়ে হামাসের শীর্ষ নেতা সালেহ আল-অরৌরি হত্যাকাণ্ডের ঘটনার পর ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হামাস ও হিজবুল্লাহর পক্ষ থেকে যে কোনও ধরনের হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করেছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ‘‘আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।’’
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আল-অরৌরি। ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে এই গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সাথে গুরুত্বপূর্ণ যোগাযোগও রক্ষা করছিলেন অরৌরি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাসের এই নেতাকে ‘‘সন্ত্রাসী’’ হিসেবে তালিকাভুক্ত করে তার সম্পর্কে তথ্যের জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওই অঞ্চলে সফরে যাওয়ার আগে মঙ্গলবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সূত্র: মেহের নিউজ, আলজাজিরা।
এসএস