ইসরায়েলি হামলায় সাবেক ফিলিস্তিনি মন্ত্রী নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনের এক সাবেক মন্ত্রী নিহত হয়েছেন।
রোববার (৩১ ডিসেম্বর) নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এ মন্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ। এছাড়া হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও তার মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছে।
ওই মন্ত্রীর নাম ইউসুফ সালামা। ৬৮ বছর বয়সী ইউসুফ ফিলিস্তিনি অথরিটির (পিএ) ধর্মমন্ত্রী ছিলেন।
বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চল আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পে ছিল ইউসুফ সালামার বাড়ি।
ফিলিস্তিনের বর্তমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্বাসের কাছের লোক ছিলেন ইউসুফ। তিনি ২০০৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন
এছাড়া পুরোনো নগরী জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের ইমামও ছিলেন তিনি।
সাবেক ফিলিস্তিনি মন্ত্রী ও আল-আকসার ইমামকে হত্যার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বর্বর হামলায় ধসে পড়া ভবনের নিচে এখনো প্রায় সাত হাজার মানুষ আটকা পড়ে আছেন।
ইসরায়েলের হামলায় গাজা উপত্যকা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি খাদ্য সংকটে পড়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমটিআই