‘গাজার মতো হতে পারে কাশ্মিরও’
দীর্ঘদিনের বিরোধ সমাধানে পাকিস্তানের সাথে আলোচনা না করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ। একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘এই সংকটের সমাধানে সংলাপ শুরু না করলে আমরা গাজার মতো একই পরিণতির মুখোমুখি হতে পারি।’’
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাশ্মির নিয়ে বিস্ফোরক এই মন্তব্য করেছেন সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। শ্রীনগরের এই সংসদ সদস্য ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ‘‘আমরা আমাদের বন্ধু পরিবর্তন করতে পারি, কিন্তু প্রতিবেশী নয়’’ বক্তব্যের কথা উল্লেখ করেন।
আব্দুল্লাহ বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদিও বলেছেন, যুদ্ধ এখন কোনও বিকল্প নয় এবং সংলাপের মাধ্যমে বিষয়গুলোর সমাধান করা উচিত। কিন্তু সংলাপ কোথায়? নওয়াজ শরিফ (পাকিস্তানের) প্রধানমন্ত্রী হতে চলেছেন। তারা বলছেন, আমরা ভারতের সাথে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু আমরা কথা বলতে রাজি নই কেন?’’
তিনি বলেন, ‘‘আমরা যদি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে না পারি, তাহলে আমরা গাজা ও ফিলিস্তিনের মতো একই পরিণতি দেখব কাশ্মিরে। যেখানে ইসরায়েল বোমা হামলা করছে।’’
সীমান্ত পেরিয়ে গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। তাদের এই হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ জনের প্রাণহানি ঘটে। একই দিন আরও ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। ওই হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলি হামলায় মৃত্যু উপতক্যায় পরিণত হয়েছে গাজা। ফিলিস্তিনি এই ভূখণ্ডে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বেশিরভাগ এলাকা।
গত এক সপ্তাহে কেন্দ্রশাসিত অঞ্চলটির একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে জম্মু ও কাশ্মিরের সাবেক ওই মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। এই সময় কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলায় ভারতীয় পাঁচ সৈন্য নিহত হয়েছেন। এছাড়া অবসরপ্রাপ্ত এক সৈন্যকে বারামুল্লার মসজিদে গুলি চালিয়ে হত্যা ও সেনাবাহিনীর জিম্মায় থাকাকালীন তিন বেসামরিকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মির।
কাশ্মিরের প্রবীণ নেতা ফারুক আব্দুল্লাহর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা ডা. হিনা শফি ভাট। তিনি বলেছেন, এটা দুঃখজনক যে, জম্মু ও কাশ্মিরের একজন জ্যেষ্ঠ নেতাও এখন পাকিস্তানের সাথে আলোচনার কথা বলছেন।
‘‘ফারুক সাহেবের জানা উচিত, এই সরকার পাকিস্তানের সামনে মাথা নত করবে না। আমরা চেষ্টা করেছি, তারা বারবার আমাদের পিঠে ছুরিকাঘাত করেছে।’’
২০১৯ সালে জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেওয়ার পর সেখানে স্বাভাবিক অবস্থা ফিরেছে বলে দাবি করছে ক্ষমতাসীন বিজেপি। ফারুক আবদুল্লাহ বিজেপির এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
রোববার তিনি বলেছিলেন, ‘‘স্বাভাবিক গলাবাজি কিংবা পর্যটকদের আনাগোনাকে শান্তি বলে প্রচার করলেই সন্ত্রাসবাদের সমাপ্তি ঘটবে না। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সাথে সাথে সন্ত্রাসবাদের অবসান ঘটেছে বলে তারা দাবি করছে। কিন্তু গত চার বছর ধরে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেছে। মূল কারণ বোঝার চেষ্টা না করা পর্যন্ত সন্ত্রাসবাদের অবসান হবে না।’’
সূত্র: এনডিটিভি।
এসএস