হামাসের হামলার শিকার ইসরায়েলি মেজরসহ তিন সেনা
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, তাদের স্নাইপাররা দখলদার তিন ইসরায়েলি সেনাকে গুলি করেছে। যার মধ্যে একজন মেজরও রয়েছেন।
রোববার (২৪ ডিসেম্বর) জাবালিয়া শরণার্থী ক্যাম্পের আল-কাসাইব এলাকায় তাদের গুলি করা হয়েছে।
জাবালিয়ায় গত কয়েকদিন ধরে ব্যাপক বোমা বর্ষণ ও বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এরমধ্যেই এক মেজরসহ তিন সেনা হামাসের স্নাইপারদের হামলার শিকার হয়েছে। তবে এই সেনারা নিহত হয়েছেন কি না— সে বিষয়টি স্পষ্ট করে বলেনি হামাস।
আল-কাসেম ব্রিগেডস আরও জানিয়েছে, যোহর আল-ধিকের মধ্যাঞ্চলে দুর্গ বিরোধী গোলা ব্যবহার করে একটি ভবনে হামলা চালিয়েছে তারা। ভবনটির ভেতর ইসরায়েলের ১০ সেনা ছিলেন। হামলায় তারা আহত বা নিহত হয়েছেন।
আরও পড়ুন
ইসরায়েলি সেনারা যে হামাসের হামলায় ব্যাপকভাবে হতাহতের শিকার হচ্ছেন, সেটি প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রকাশিত তথ্য থেকেই। আইডিএফ রোববার জানিয়েছে, গত দুইদিনে গাজায় তাদের ১৪ সেনা নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলেও; দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় স্থল হামলা শুরু করে ২৮ অক্টোবর। ওইদিন রাতে তীব্র বোমা হামলা চালিয়ে গাজায় ঢুকে পড়েন হাজার হাজার সেনা। তারাই এখন হামাসের হামলায় হতাহতের শিকার হচ্ছেন।
দুই সপ্তাহ আগে ইসরায়েলের হিব্রু ভাষার এক সংবাদমাধ্যম জানিয়েছিল, গাজায় যুদ্ধ করতে যাওয়া প্রায় পাঁচ হাজার সেনা আহত হয়েছেন। যাদের মধ্যে তিন হাজার সেনা হাত ও পায়ে গুরুতর জখম হয়েছেন।
সূত্র: আলজাজিরা
এমটিআই