বাঁচার জন্য যা যা করেছিলেন ওই তিন ইসরায়েলি জিম্মি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে গত শুক্রবার তিন জিম্মিকে ভুলবশত গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলি সেনারা। ধারণা করা হচ্ছে, হামাসের হাত থেকে যে কোনোভাবে মুক্তি পেয়েছিলেন ওই তিনজন। এরপর জীবন বাঁচাতে ইসরায়েলি সেনাদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন তারা। কিন্তু হামাসের যোদ্ধা ভেবে তাদের দিকে গুলি ছোড়েন ইসরায়েলি সেনারা।
ওই জিম্মিরা বাঁচার জন্য অনেক চেষ্টাই করেছিলেন। যেগুলো এখন সামনে আসছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি রোববার (১৭ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) তিনটি ছবি প্রকাশ করেছেন। ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি ভবনের দেওয়ালে ‘এসওএস’ ও ‘তিন জিম্মি’ লিখে একটি সাদা কাপড় ঝুলিয়েছিলেন তারা। এসওএস-এর পূর্ণরূপ হলো— (সেভ আওয়ার সোল) আমাদের বাঁচান। উদ্বৃত্ত খাবার দিয়ে তারা এগুলো লিখেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক্সে লিখেছেন, ‘ভুলবশত তিন জিম্মি নিহত হওয়ার পর; ঘটনাস্থলের কাছের একটি ভবনে তল্লাশি অভিযান চালানো হয়েছে। যেখানে সাহায্যের আবেদনের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, উদ্বৃত্ত খাদ্য দিয়ে এগুলো লেখা হয়েছিল। তদন্তের মাধ্যমে জানা গেছে, ওই তিন জিম্মি ভবনটিতে কিছু সময়ের জন্য অবস্থান করেছিলেন।’

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে শনিবার জানানো হয়, ওই তিন জিম্মি একটি ভবন থেকে বের হয়ে— হাত উঁচিয়ে, খালি গায়ে ও সাদা পতাকা উড়িয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগোচ্ছিলেন। তা সত্ত্বেও তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়। এতে সঙ্গে সঙ্গে দুই জিম্মির মৃত্যু হয়। তৃতীয় জিম্মি আবার দৌড়ে ওই ভবনের ভেতর প্রবেশ করেন। সেখানে সেনারা যাওয়ার পর হিব্রু ভাষায় তিনি ‘সাহায্য চাই’ বলে চিৎকার করেন। কিন্তু তা সত্ত্বেও তাকে গুলি করে হত্যা করা হয়।
যে ভবনটিতে জিম্মিরা সাহায্যের আবেদন চেয়ে সাদা কাপড় টাঙিয়েছিলেন— সেটি মর্মান্তিক এ ঘটনার দুইদিন আগেই দেখতে পেয়েছিলেন ইসরায়েলি সেনারা। কিন্তু তারা ভেবেছিলেন এটি হামাসের ফাঁদ ছিল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই