শেষ দেখে ছাড়ব! বহিষ্কারের পর হুঙ্কার মহুয়ার
অর্থ ও দামি উপহারের বিনিময়ে দর্শন হীরানন্দানি নামে এক ব্যবসায়ীর পক্ষে পার্লামেন্টে প্রশ্ন করার অভিযোগে তৃণমূল এমপি মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। আর এতে ক্ষুব্ধ হয়ে বিজেপির শেষ দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমন সিদ্ধান্তের প্রতিবাদে লোকসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
সংসদের ভবনের বাইরে মহাত্মা গান্ধির ভাস্কর্যের সামনে জড়ো হন বিরোধী দলের এমপিরা। সেখানে এসময় উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিও৷
সেখানেই মহুয়া বলেন, ‘এথিক্স কমিটি বিরোধীদের কোণঠাসা করতে ব্যবহৃত হচ্ছে। কোনও নিয়মের ধার ধারা হয়নি। দুইজনের ব্যক্তিগত বয়ানের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল। তাদের কাউকে আমি প্রশ্ন করার সুযোগ পেলাম না। আমি উপহার, টাকা নিয়েছি, এরকম কোনও প্রমাণ নেই। যে সাক্ষ্যের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল, সেগুলো পরস্পর বিরোধী। সংসদ সদস্যদের লগ ইন পোর্টাল কাউকে দেওয়া যাবে না এরকম কোনও নিয়ম নেই।’
মহুয়া আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, ‘সব নিয়মকে ভেঙে এ সিদ্ধান্ত নেওয়া হল। কালকেই হয়ত আমার বাড়িতে সিবিআই আসবে। ৬ মাস আমাকে হেনস্তা করা হবে’।
সব শেষে বহিষ্কৃত তৃণমূল এ নেতা বলেন, ‘মানুষের যখন বিনাশ হয়ে তখন সবার প্রথমে বুদ্ধি লোপ পায়। এটাই আপনাদের শেষের শুরু। আমরা ফিরে আসব এবং আপনাদের শেষ দেখে ছাড়ব।’
প্রসঙ্গত, সদ্য সাবেক হওয়া এ সংসদ সদস্য পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর আসনের এমপি ছিলেন। ৪৯ বছর বয়সী মহুয়া মৈত্রের বিরুদ্ধে ২ কোটি রুপি এবং বিভিন্ন দামি উপহারের বিনিময়ে ব্যবসায়ী দর্শন হীরানন্দানির পক্ষে পার্লামেন্টে প্রশ্ন এবং বক্তব্য দেওয়ার অভিযোগ ছিল। গত অক্টোবরের মাঝামাঝি এ অভিযোগ এনেছিলেন লোকসভার বিজেপিদলীয় এমপি নিশিকান্ত দুবে।
পিএইচ