ইসরায়েলি ট্যাংকার জব্দ করে নেওয়া হলো ইয়েমেনে
দখলদার ইসরায়েলের একটি বেসরকারি কোম্পানির ট্যাংকার জব্দ করে ইয়েমেনের উপকূলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে রোববার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। যে স্থানে (সামুদ্রিক পথে) ইসরায়েলি ট্যাংকার জব্দের ঘটনার কথা জানা যাচ্ছে, সেখানে গত কয়েকদিনে এ ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে।
আমব্রে জানিয়েছে, ইয়েমেনে নিয়ে যাওয়া ওই ট্যাংকারটির নাম সেন্ট্রাল পার্ক ভেসেল। এটির মালিক হলো যুক্তরাজ্যভিত্তিক একটি ইসরায়েলি কোম্পানি। সংস্থাটি আরও জানিয়েছে, এ ঘটনার সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এরআগে ট্যাংকারটিকে হুদেইদা বন্দরে নোঙরের জন্য নির্দেশ দিয়েছিল। এ নির্দেশ না মানলে ট্যাংকারে হামলা চালানোর হুমকিও দিয়েছিল তারা।
তবে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ ট্যাংকারটিতে বার্তা পাঠিয়ে বলেছিল, তারা যেন হুথিদের হুমকি উপেক্ষা করে।
জাহাজটি জব্দ করার ঘটনা ঘটেছে ইয়েমেনের বন্দর নগরী আদেনের উপকূলের কাছে। ওই স্থানে থাকা অপর একটি জাহাজ জানিয়েছে, ‘সামরিক পোশাক পরা দুটি ছোট নৌকাকে তারা এগিয়ে আসতে দেখেছে।’
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন, শুক্রবার ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই হামলার সঙ্গে ইরান জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। কার্গো জাহাজে ড্রোন হামলার দুইদিন পর ইয়েমেনে ইসরায়েলি মালিকানাধীন ট্যাংকার জব্দের ঘটনা ঘটল।
এর আগে এক সপ্তাহ আগে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন বিশাল পণ্যবাহী জাহাজ জব্দ করেছিল।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে। এরপর এ যুদ্ধে যুক্ত হওয়ার ঘোষণা দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুদ্ধের মধ্যে তারা একাধিকবার ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সূত্র: এএফপি
এমটিআই