ইসরায়েলের হামলায় লেবাননে নিহত আরও ৪
দখলদার ইসরায়েলের সেনাদের চালানো হামলায় লেবাননে আরও চার জনের মৃত্যু হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ চারজন নিহত হন। ওই চারজনের মৃত্যুর পর অপর এক হামলায় আরও চারজন প্রাণ হারান।
লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের তায়ার শহরে একটি গাড়ির ওপর ইসরায়েল বিমান হামলা চালায়। এতে নতুন করে চারজনের মৃত্য হয়।
হামলার ঘটনাটি ঘটে তায়ার শহরের ৮ কিলোমিটার দক্ষিণে এবং ইসরায়েল সীমান্ত থেকে ১০ কিলোমিটার ভেতরে।
ইসরায়েলের হামলায় স্থানীয় টিভি আল মায়াদিনের দুই সাংবাদিক নিহত হওয়ার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানান লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিয়াকাতি। তিনি দাবি করেন, গণমাধ্যমকে চুপ করিয়ে দিতে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন
তিনি বলেছেন, ‘এই হামলা প্রমাণ করছে ইসরায়েলের অপরাধের কোনো সীমা নেই এবং তাদের লক্ষ্য হলো গণমাধ্যমকে চুপ করিয়ে দেওয়া; যারা তাদের অপরাধ ও হামলাগুলো প্রকাশ করছে।’
তিনি আরও বলেছেন, ‘আমরা আল মায়দিন পরিবার এবং নিহত দুই সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তাদের প্রতি যেন তিনি করুণা করেন এবং তাদের পরিবারকে ধৈর্য্য এবং সান্ত্বনা প্রদান করেন।’
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এতে জড়িয়ে পড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেড় মাস ধরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর বিক্ষিপ্ত হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছিল। তবে গত কয়েকদিনে হামলার তীব্রতা বেড়েছে।
সূত্র: আল জাজিরা
এমটিআই