গাজার জাবালিয়াকে ঘিরে ফেলার দাবি ইসরায়েলের
দখলদার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়াকে ঘিরে ফেলেছে তাদের ১৬২তম ডিভিশনের সেনারা। এখন জাবালিয়ায় হামলা জোরদার করা হবে।
গাজা উপত্যকার অন্যতম বড় শরণার্থী ক্যাম্পটি জাবালিয়ায় অবস্থিত। ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে গত কয়েকদিন ধরেই তীব্র হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তারা জানিয়েছে, ২১৫তম কামান রেজিমেন্ট এবং বিমানবাহিনী জাবালিয়ায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ‘জাবালিয়ায় যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে।’
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জাবালিয়ার উপকণ্ঠে হামাসের তিনটি গোপন সুড়ঙ্গের প্রবেশপথে হামলা চালানো হয়েছে। ওই সময় সুড়ঙ্গের ভেতর হামাসের যোদ্ধারা ছিল বলে দাবি করেছে তারা। তবে হামাস এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য নিশ্চিত করেনি।
আরও পড়ুন
ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে আরও জানিয়েছে, জাবালিয়ার উপকণ্ঠে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের সেনাদের তীব্র লড়াই হয়েছে। ওই সময় বিমানবাহিনীর সহায়তায় একটি রকেট লঞ্চার শনাক্ত ও ধ্বংস করা হয়।
অপরদিকে জাবালিয়ার উত্তর দিকে ৫৫১তম রিজার্ভ ব্রিগেড কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তারা জাবালিয়ার ভেতরে ঢোকার পথ তৈরি করছে। আর এই পথ তৈরির সময় হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই হয়। ওই সময় হামাসের বেশ কয়েকজন সদস্যকে হত্যা, অস্ত্র জব্দ ও সুড়ঙ্গ ধ্বংস করা হয় বলে দাবি করেছে তারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই