আল-শিফায় হামাসের কমান্ড সেন্টার থাকার যথেষ্ট প্রমাণ নেই: বিবিসি
গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় গতকাল বুধবার (১৫ নভেম্বর) হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল, আল-শিফার ভেতর হামাসের কমান্ড সেন্টার, অস্ত্র, বাঙ্কার ও অন্যান্য অবকাঠামো রয়েছে। এই দাবির প্রেক্ষিতে বুধবার সারাদিন হাসপাতালের ভেতর অভিযান চালায় সেনারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অভিযান শেষে কয়েকটি পুরনো রাইফেল, কয়েকটি বুলেট প্রুফ জ্যাকেট, তিনটি হ্যান্ড গ্রেনেড, কয়েকটি সিডি, একটি হ্যান্ডগান, একটি ল্যাপটপ, একটি ব্যাগ এবং কয়েকটি ছুরি উদ্ধার করার কথা জানায় ইসরায়েলি বাহিনী। সেখানে শক্তিশালী অস্ত্র বা কোনো ধরনের অস্ত্র ভাণ্ডার দেখাতে পারেনি তারা। আর এ বিষয়টি নির্দেশ করছে— হাসপাতালের ভেতর হামাসের কমান্ড সেন্টার রয়েছে এর যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
তবে বিবিসি জানিয়েছে, হামাসের সদস্যরা জানতেন ইসরায়েলি সেনারা হাসপাতালে আসবে। ফলে যদি সেখানে তাদের কোনো কমান্ড সেন্টার থেকেও থাকে; সেটি হয়ত তারা সরিয়ে নিয়েছে।
তবে ইসরায়েলি সেনারা দাবি করেছে, হাসপাতালের ভেতর থেকে তারা যেসব অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেগুলোর মধ্যে খুবই ক্ষুদ্র একটি অংশ সামনে আনা হয়েছে।
বিবিসি জানিয়েছে, এখন যা মনে হচ্ছে, বিতর্কিত এ অভিযানের পর এটির স্বীকৃতি পেতে ইসরায়েল এখন সর্বোচ্চটা দেখানোর চেষ্টা করবে।
কিন্তু আল-শিফার ভেতর ইসরায়েলি সেনাবাহিনী কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে প্রবেশ করতে দেয়নি। এরফলে তারা সেখানে কি পেয়েছে এবং কি পাওয়ার দাবি করবে— সেটির সত্যতা যাচাই করা সম্ভব হবে না বলে জানিয়েছে ব্রিটিশ এ সংবাদমাধ্যমটি।
এদিকে হামাস জানিয়েছে, হাসপাতালের ভেতর ইসরায়েল অস্ত্র পাওয়ার যে দাবি করেছে সেটি ‘মিথ্যা এবং নিম্নমানের প্রোপাগান্ডা।’
সূত্র: বিবিসি
এমটিআই