ভারতে ধসে পড়ল টানেল, শ্রমিকদের উদ্ধারে চলছে প্রাণপণ চেষ্টা
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে প্রায় ৪০ জন শ্রমিক আটকা পড়েছেন। রোববার (১২ নভেম্বর) ভোর ৪টায় টানেলের ভেতরে ধসের ঘটনা ঘটে।
বর্তমানে এসব শ্রমিকদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া উদ্ধারকারীদের বরাতে জানিয়েছে, টানেলের ভেতর যারা আটকা পড়েছেন তাদের কাছে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। যদিও তাদের কাছে প্রাকৃতিক অক্সিজেন পৌঁছাচ্ছে।
ভোরে এ দুর্ঘটনা ঘটলেও রাতের বেলাতেও শ্রমিকদের উদ্ধার করার কোনো খবর পাওয়া যায়নি।
৪ দশমিক ৫ কিলোমিটার লম্বা টানেলটির প্রায় ২০০ মিটার অংশ ধসে পড়েছে। মূলত ভূমিধসের কারণেই টানেলের অংশ ধসে পড়েছে।
উত্তরাখণ্ডের উত্তরকাশির সিলকায়ারাকে ডানডালাগোনকে সংযুক্ত করতে এই টানেলটি তৈরি করা হচ্ছিল। এটির মাধ্যমে উত্তরকাশি থেকে যামুত্রী ড্যাম পর্যন্ত ২৬ কিলোমিটার পথ কমে যাবে।
আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ধসে পড়া টানেলের ২০০ মিটার অংশের পুরোটাই সরাতে হবে। এখন সেখানে ছোট একটি ছিদ্র করা হয়েছে। সেটির মাধ্যমেই অক্সিজেন পৌঁছানো হচ্ছে। তবে শঙ্কার কথা হলো— এখন পর্যন্ত আটক শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদিও উদ্ধারকারীরা জানিয়েছেন, তাদের দৃঢ় বিশ্বাস সবাইকে সুস্থ ও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে। তবে এই উদ্ধার অভিযান দীর্ঘ হতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
এমটিআই