ইসরায়েলের হামলা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিবিসির সাংবাদিক
দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ বিমান হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ব্রিটিশ সংবাদমাদ্যম বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আব্দুলরউফ।
রোববার (১২ নভেম্বর) নিজেই এমন তথ্য জানিয়েছে বিবিসির এ সাংবাদিক। তিনি জানিয়েছেন, রোববার সকালে খান ইউনিসের পূর্বাঞ্চলের গ্রাম বনি সুহাইলাতে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল নিজের বাচ্চাদের জন্য কিছু পণ্য কিনবেন।
ওই গ্রামে যাওয়ার পর এক ব্যক্তি তাকে চায়ের দাওয়াত দেন। যখন তিনি চা খাচ্ছিলেন তখন হঠাৎ করে তার আশপাশে পরপর চারটি বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
হামলার তীব্রতা এত ভয়াবহ ছিল যে— এটির প্রভাবে সেখানে থাকা বিভিন্ন পাথর ও কাচ তার মাথার উপর দিয়ে উড়ে যায়। এছাড়া হামলার পর পর সাধারণ মানুষের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।
আরও পড়ুন
তিনি জানিয়েছেন, ইসরায়েলের এ হামলার পর তিনি বুঝতে পারেন, ওই সময় মৃত্যুর খুব কাছাকাছি ছিলেন।
বিবিসির এ সাংবাদিক জানিয়েছেন, হামলার পর পুরো এলাকা ধুলোয় ছেয়ে যায়। একটি ব্লকের ১০টি বাড়ি পুরোপুরি ধসে পড়ে। ওই বাড়িগুলোর ভেতর থাকা মানুষগুলোর শরীর ধুলা আর রক্তে মেখে যায়। সেখানে থাকা এক ব্যক্তি অ্যাম্বুলেন্স ডাকার জন্য চিৎকার করছিলেন।
ওই হামলায় তাৎক্ষণিকভাবে চারজন নিহত ও কয়েকশ মানুষ আহত হন বলে জানিয়েছেন সাংবাদিক রুশদি আব্দুলরউফ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের বাঁচার আকুতিও শুনতে পান তিনি।
সূত্র: বিবিসি
এমটিআই