সাগরের বুক চিরে জেগে উঠল পৃথিবীর নবীনতম দ্বীপ
জাপানের প্রশান্ত মহাসাগরের ইয়ো জিমা দ্বীপের কাছে জেগে উঠেছে আরেকটি নতুন দ্বীপ। যেটিকে বিশ্বের নবীনতম দ্বীপ হিসেবে অভিহিত করা হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে নতুন এ দ্বীপটি সৃষ্টি হয়েছে।
গত ১ নভেম্বর দ্বীপটিকে শনাক্ত করে জাপানের নৌবাহিনী। তারা দ্বীপটির একটি ছবিও তুলেছে। এতে দেখা যাচ্ছে, ছোট্ট দ্বীপটি তখনো আগ্নেয়গিরির আগুনে পুড়ছিল এবং এটি থেকে ধোঁয়া বের হচ্ছে।
গত এক বছর ধরেই ওই এলাকায় সমুদ্রের নিচে অগ্ন্যুৎপাত হচ্ছিল। আর এই অগ্ন্যুৎপাতের ওপর নজর রাখছিল দেশটির আবহাওয়া দপ্তর। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, নতুন দ্বীপ সৃষ্টি হওয়ার মতো শক্তিশালী অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে গত ৩০ অক্টোবর।
টোকিও বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরির এমিরাটস প্রফেসর সেতসুয়া নাকাবা স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমসকে জানিয়েছেন, ওই এলাকায় পানির নিচে অনেক দিন ধরেই ম্যাগমা সৃষ্টি হচ্ছিল। যেটি গত ৩০ অক্টোবর ভেসে ওঠে।
নতুন এ দ্বীপটি জাপানের মূল ভূখণ্ড থেকে ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণ দিকে এবং ইয়ো জিমা দ্বীপ থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রশান্ত মহাসাগরের ইয়ো জিমো দ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে ৭ হাজার মার্কিনি এবং ২২ হাজার জাপানি সেনা নিহত হয়েছিলেন।
সূত্র: সিএনএন
এমটিআই