গাজায় হামলা বন্ধ না হলে ‘কঠোর পরিণতির’ হুমকি ইরানের
গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধে নতুন করে হুমকি দিয়েছে ইরান। দেশটির পররাষ্টমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিন হুঁশিয়ারির সুরে বলেছেন, যদি এখনই হামলা বন্ধ না হয় তাহলে ইসরায়েলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
এ ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বুধবার (১ নভেম্বর) বলেছেন, ‘যদি গাজায় এ মুহূর্তে কোনো যুদ্ধবিরতি না হয় এবং যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের হামলা অব্যাহত থাকে, তাহলে এটির পরিণতি হবে কঠোর।’
গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিগুলো লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিন থেকেই গাজায় পাল্টা হামলা চালানো শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। এরপর গত ২৮ অক্টোবর ট্যাংক নিয়ে গাজায় ঢুকে পড়ে তারা। এখন গাজায় আকাশ-স্থল সবদিক দিয়ে পূর্ণ হামলা চলছে। এই হামলা বন্ধে ইরান নতুন করে আবারও হুমকি দিয়েছে।
আরও পড়ুন
ইরান জানিয়েছে, তারা হামাসকে সমর্থন করে। তবে গত ৭ অক্টোবর ইসরায়েলে তারা যে হামলা চালিয়েছে; এরসঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর ইরাক ও সিরিয়ার মতো দেশগুলোতে থাকা মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো। এর জবাবে যুক্তরাষ্ট্রও পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলা-পাল্টা হামলার কারণে শঙ্কা দেখা দিয়েছে, হামাস-ইসরায়েলের যুদ্ধ একটি বিশাল আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।
সূত্র: আল জাজিরা
এমটিআই