হিজবুল্লাহর বিরুদ্ধে ‘অকল্পনীয়’ শক্তি ব্যবহারের হুমকি নেতানিয়াহুর
লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নতুন করে আবারও হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাস-ইসরায়েলের যুদ্ধে যদি হিজবুল্লাহ যোগ দেয় তাহলে— তাদের জবাব দিতে এমন শক্তি প্রয়োগ করা হবে যা তারা কল্পনাও করতে পারবে না।
তিনি হুঁশিয়ারির সুরে বলেছেন, ইসরায়েল পাল্টা জবাব দিলে হিজবুল্লাহ এবং লেবানন উভয়ই বিপর্যস্ত হয়ে পড়বে।
রোববার (২২ অক্টোবর) দক্ষিণ ইসরায়েলে সেনাবাহিনীর কমান্ডোদের সঙ্গে দেখা করতে যান নেতানিয়াহু। সেখানে গিয়ে হিজবুল্লাহকে হুমকি দিয়ে আসেন তিনি।
নেতানিয়াহু কমান্ডোদের উদ্দেশ্যে বলেন, ‘আমি এখনো আপনাদের বলতে পারছি না হিজবুল্লাহ এই যুদ্ধে পূর্ণভাবে যোগ দেবে কিনা।’
‘যদি হিজবুল্লাহ যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তারা দ্বিতীয় লেবানন যুদ্ধ হাতছাড়া করবে। তারা জীবনের সবচেয়ে বড় ভুল করবে। আমরা হিজবুল্লাহর উপর এত শক্তি প্রয়োগ করে হামলা করব যে তারা এটির পরিণতি বুঝতে পারবে এবং লেবাননের উপর এটির প্রভাব বিপর্যয়কর হবে।’
সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু আরও বলেছেন, ‘আমি জানি আপনারা (হামাসের হামলায়) বন্ধুদের হারিয়েছেন। এটি খুবই কঠিন। কিন্তু আমরা আমাদের জীবনের লড়াইয়ে আছি। আমাদের ভূখণ্ডের জন্য লড়াই। এটি অতিরঞ্জিত কিছু নয়, এটি যুদ্ধ। এটি হত্যা করা বা হত্যার শিকার হওয়ার বিষয়, আর তাদেরই হত্যার শিকার হতে হবে।’
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
এমটিআই