ইসরায়েলের বিরুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করেছে হামাস
ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে গত ৭ অক্টোবর সামরিক হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় হামাস উত্তর কোরিয়ার উৎপাদিত অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার দুজন কর্মকর্তা ও বার্তাসংস্থা এপির দুজন অস্ত্র বিশেষজ্ঞ— যুদ্ধক্ষেত্র থেকে জব্দ করা অস্ত্র ও হামাসের প্রকাশিত একটি ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলায় উত্তর কোরিয়ার এফ-৭ রকেট প্রপেলড গ্রেনেড লঞ্চার ব্যবহার করেছে। এই অস্ত্র মূলত সাঁজোয়া যানে হামলা চালাতে ব্যবহার করা হয়। যেটি কাঁধে বহন করা যায়।
তবে হামাসের কাছে অস্ত্র বিক্রির দাবি অস্বীকার করেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়া।
রকেট প্রপেলড রকেট লঞ্চার একসঙ্গে একটি রকেট ছুড়তে পারে এবং দ্রুত সময়ের মধ্যে এটি আবারও লোড করা যায়। ফলে গেরিলা যোদ্ধাদের কাছে এ অস্ত্রটি খুবই মূল্যবান।
আরও পড়ুন
জেনজেন জোনস নামের এক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, উত্তর কোরিয়ার এ রকেট লঞ্চার এর আগে ইরাক, সিরিয়া, লেবানন এবং গাজা উপত্যকায় পাওয়া গিয়েছিল।
তিনি বার্তাসংস্থা এপিকে বলেছেন, ‘উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে গাজার সশস্ত্র যোদ্ধাদের সহায়তা করেছে। উত্তর কোরিয়ার এসব অস্ত্র আগে নিষেধাজ্ঞার তালিকায় ছিল।’
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের প্রশিক্ষণের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে তাদের যোদ্ধাদের হাতে রকেট লঞ্চার রয়েছে। এই রকেট লঞ্চারের ওয়ারহেডে লাল ডোরাকাটা দাগ রয়েছে। এছাড়া এফ-৭ রকেট লঞ্চারের সঙ্গে এটির অনেক সাদৃশ্য রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই