মাহমুদ আব্বাসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলিল হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় গাজায় পাঁচশ’রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরপরই পশ্চিমা ঘেষা নেতা মাহমুদ আব্বাসের বিরুদ্ধে পশ্চিম তীর ও রামাল্লাহ শহরে বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ।
তাদের ছত্রভঙ্গ করতে ফিলিস্তিনি পুলিশই সাধারণ ফিলিস্তিনিদের উপর টিয়ারশেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মাহমুদ আব্বাসের প্রতি ভীষণ ক্ষিপ্ত হয়েছেন পশ্চিম তীর ও অন্যান্য শহরের বাসিন্দারা।
আরও পড়ুন
আল জাজিরার সাংবাদিক চার্লস স্ট্যাটফোর্ড দখলকৃত পশ্চিম তীর থেকে জানিয়েছেন, সাধারণ ফিলিস্তিনিরা চান না— জর্ডানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মাহমুদ আব্বাস বৈঠক করুক। তারা এখন আব্বাসের বিরুদ্ধে তীব্র ও ব্যাপক বিক্ষোভ করছেন।
তাদের দমনে এখন ফিলিস্তিনি পুলিশ নিজ নাগরিকদের উপর শক্তি প্রয়োগ করছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই বিক্ষোভ তীব্র হচ্ছে। যা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
আল জাজিরা আরও জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে গতকাল মঙ্গলবারই রামাল্লায় মাহমুদ আব্বাসের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বিক্ষোভ চলার সময় এক প্রতিবেদনে জানিয়েছে, ‘চাপের মুখে পড়ে’ বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন আব্বাস এবং তিনি জর্ডান থেকে রামাল্লায় ফিরে আসছেন। এছাড়া তিনি ফিলিস্তিনি নেতৃবিন্দের নিয়ে রাতেই জরুরি বৈঠক ডেকেছেন।
সূত্র: আল জাজিরা
এমটিআই