টেনেহিঁচড়ে নামিয়ে বিবিসির সাংবাদিকদের মারধর করল ইসরায়েলি পুলিশ
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা তাদের একদল সাংবাদিককে মারধর করেছে ইসরায়েলি পুলিশ।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর তেল আবিবসহ বিভিন্ন শহরে সংবাদ সংগ্রহ ও সেগুলো প্রচারের কাজ করছিলেন বিবিসির এই সাংবাদিকরা।
গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) তেল আবিবে কাজ শেষে হোটেলে ফেরার সময় সাংবাদিকদের গাড়িটি আটকায় পুলিশ।
ওই সময় গাড়িতে ছিলেন ইসরায়েলি সাংবাদিক মুহান্নাদ তুতুনজি এবং হাইথাম আবুদিয়াব এবং তাদের বিবিসি অ্যারাবিক দলটি।
তাদের গাড়িতে ‘টিভি’ লেখা সংবলিত স্টিকার ছিল। তা সত্ত্বেও তাদের গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানো হয়। এরপর গাড়ির ভেতর তল্লাশি চালানো হয় এবং তাদের দেওয়াল চেপে ধরা হয়।
আরও পড়ুন
বিবিসির এক মুখপাত্র বলেছেন, ‘সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে কাজ করার সুযোগ দিতে হবে।’
সাংবাদিক মুহান্নাদ তুতুনজি এবং হাইথাম আবুদিয়াব জানিয়েছেন, তারা নিজেদের বিবিসির সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং পুলিশের কাছে তাদের পরিচয়পত্র দেখান।
যখন তুতুনজি পুলিশের এই হয়রানির বিষয়টির ভিডিও করতে যান তখন তার ফোন কেড়ে নেওয়া হয় এবং সেটি মাটিতে আছড়ে ফেলে ভেঙে ফেলা হয় এবং তার গলা চেপে ধরা হয়।
বিবিসির মুখপাত্র বিবৃতিতে আরও বলেছেন, ‘আমাদের বিবিসি অ্যারাবিকের একটি দলকে তেল আবিবে পাঠানো হয়েছে। স্পষ্টভাবে মিডিয়া লেখা সত্ত্বেও ইসরায়েলি পুলিশ তাদের গাড়ি আটকায় এবং হামলা করে।’
হামলার বিষয়ে কথা বলতে ইসরায়েলি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি।
এদিকে বিবিসির সাংবাদিকদের উপর দখলদার ইসরায়েলি পুলিশ এমন সময় হামলা চালাল যখন— তাদের সেনাদের হামলায় লেবাননে বার্তাসংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি
এমটিআই