গাজায় ৬ হাজার বোমা ফেলেছে ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে ৬ হাজার বোমা ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন।
গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে ওইদিন থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া কামান থেকে ছোড়া হয়েছে অসংখ্য গোলা।
ইসরায়েলি বাহিনীর এ নির্বিচার বোমা হামলায় এখন পর্যন্ত গাজায় ১ হাজার ৪১৭ জন মানুষের মৃত্যু হয়েছে। যার প্রায় অর্ধেকই নারী এবং শিশু। এছাড়া ইসরায়েলিদের বোমার আঘাতে প্রায় ৬ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন
শুধু বোমা হামলা নয়— হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধও আরোপ করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় খাদ্য, ওষুধ এবং পানিসহ বেঁচে থাকার জন্য নিত্যপ্রয়োজনীয় কোনো কিছুই প্রবেশ করতে দিচ্ছে না।
এদিকে ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস। এরপরই সেখানে অবরোধ আরোপ করে ইসরায়েল। এছাড়া গাজাবাসীদের চলাচলের ক্ষেত্রে সৃষ্টি করে বাধা। এতে করে দীর্ঘ ১৬ বছর ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন সেখানকার মানুষ। আর অবরুদ্ধ থাকায় সেখানকার মানুষ পুরোপুরি বাইরের সাহায্য ও সরবরাহের উপর নির্ভরশীল।
কিন্তু এখন সেসব সরবরাহ বন্ধ থাকায় মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছেন গাজাবাসী।
সূত্র: আল জাজিরা
এমটিআই