ভিডিও: লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলে ঢুকছে হিজবুল্লাহর সদস্যরা
গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের হামলায় বিপর্যস্ত ইসরায়েলে অনুপ্রবেশ করছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সদস্যরা। এ সময় সীমান্তে হিজবুল্লাহর সদস্যদের সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। অনুপ্রবেশ ঠেকাতে সোমবার ইসরায়েলের সেনাবাহিনী লেবানন সীমান্তে সৈন্য মোতায়েন করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সন্দেহভাজন কয়েকজন সদস্যের অনুপ্রবেশে ইসরায়েলের সামরিক বাহিনীর বাধা দেওয়ার সময় লেবানন সীমান্তে গোলাগুলি ও বিস্ফোরেণের ঘটনা ঘটেছে।
লেবানন সীমান্তে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল-মানার টেলিভিশন চ্যানেলের একজন প্রতিনিধি। ভিডিওতে লোবননের দক্ষিণাঞ্চলের ধায়রা গ্রামের সীমান্তে সন্দেহভাজন হিজবুল্লাহ সদস্যদের সাথে ইসরায়েলি সৈন্যদের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
— || Ali Shoeib (@alishoeib1970) October 9, 2023
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, লেবানন থেকে সন্দেহভাজন অনুপ্রবেশ ঠেকাতে সেনা মোতায়েন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, লেবাননের ভূখণ্ড থেকে কয়েকজন সন্দেহভাজনের ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। ওই এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সৈন্য মোতায়েন রয়েছে।
প্রতিবেশি লেবানন থেকে ইসরায়েলে ঢুকে পড়া সন্দেহভাজন বন্দুকধারীদের ইসরায়েলি সৈন্যরা হত্যার দাবি করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করা কয়েকজন বন্দুকধারীকে হত্যা করেছে।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল।
এসএস