ইসরায়েলে সৈন্য পাঠাতে তিন দেশের অনুমতি চায় আফগানিস্তান?
পবিত্র জেরুজালেম শহরকে দখলমুক্ত করতে— ইসরায়েলে সৈন্য পাঠাতে চায় আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। এ জন্য ইরান, ইরাক ও জর্ডানের কাছে অনুমতি চেয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস শনিবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এই তিন দেশ যদি তাদের অনুমতি দেয়, তাহলে নিজ সেনাদের পাঠিয়ে জেরুজালেমকে স্বাধীন করার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।
শনিবার ইসরায়েলের দখলকৃত স্থানগুলোতে ব্যাপক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের এ হামলায় এখন পর্যন্ত প্রায় ১০০ ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া সেনা কর্মকর্তাসহ বেশ কয়েকজন ইসরায়েলিকে জিম্মি ও ধরে নিয়ে গেছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, তালেবান শাসিত আফগানিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের তিন দেশের সরকারের কাছে এই অনুমতি চেয়েছে। এর মাধ্যমে তালেবান যে হামাসকে সহায়তা করতে চাইছে, সেটি পরিষ্কার।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে চলমান এ যুদ্ধে হামাসের পক্ষে অবস্থান নিয়েছে ইরান। তবে আফগান তালেবানকে নিজ ভূখণ্ড পেরিয়ে ইসরায়েলে প্রবেশের অনুমতি তেহরান দেবে কি না— এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
এছাড়া তালেবান আসলেই এই তিন দেশের কাছে সৈন্য পাঠানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহারের কোনও অনুরোধ জানিয়েছে কি না সেটির সত্যতা যাচাই করা যায়নি।
সূত্র: দ্য এক্সপ্রেস।
এমটিআই