ঘরে ঢুকেই বিছানা দখল, গান্ধী পরিবারে এলো নতুন সদস্য
বয়সে সবার চেয়ে ছোট। সদ্য আগমন ঘটেছে পরিবারে। বাড়ির সেই নতুন সদস্যের সঙ্গে পুরো দেশের পরিচয় করিয়ে দিলেন কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিশেষ মুহূর্তের ছবি এবং ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে কংগ্রেস নেত্রী তথা রাহুলের মা সোনিয়া গান্ধীকেও দেখা গেছে। পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানান তিনি।
গান্ধী পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে আরকি। তবে মানুষ নয়, ছোট্ট একটি কুকুরছানা দত্তক নিয়েছেন রাহুল। ভারতের উত্তর গোয়ার মাপুসায় ঘর-পরিবারহীন অবস্থায় দিনযাপন করছিল সে। জ্যাক রাসেল টেরিয়ার প্রজাতির ওই কুকুরছানাকে দত্তক নিয়েছেন রাহুল। নাম রেখেছেন নুরি, যার আর্থ আলো। ৪ অক্টোবর, বিশ্ব পশু দিবসে নুরির সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন তিনি।
ছোট্ট সদস্যকে বাড়িতে এনে মা সোনিয়া গান্ধীকে চমকে দেন রাহুল। আগস্টে নুরিকে দত্তক নিতেই গোয়াতে গিয়েছিলেন রাহুল। গতকাল (বুধবার) সোশ্যাল মিডিয়ায় সোনিয়া সঙ্গে নূরির সাক্ষাৎপর্বের একটি ভিডিও পোস্ট করেন তিনি। মায়ের জন্য ছোট্ট সারপ্রাইজ বলে ইউটিউবে ভিডিওটি পোস্ট করেন রাহুল। তাতে মাকে প্রথমে ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসতে অনুরাধ জানান তিনি। প্রথমে ইতস্তত বোধ করলেও দরজা দিয়ে বেরিয়ে আসেন সোনিয়া গান্ধী।
ততক্ষণে একটি টৈবিলের ওপর উপহারের বাক্সে নুরিকে রেখে দিয়েছেন রাহুল। ঢাকনা খুলেই চমকে যান সোনিয়া গান্ধী। তারপর যত্ন করে নুরিকে বের করে আনেন তিনি। নুরিকে পেয়ে রাহুলকে ধন্যবাদও জানান। এরপর দেখা যায়, চেয়ারে বসে নুরিকে আদর করছেন সোনিয়া গান্ধী। একটা সময় বাড়ির বিছানাও নুরির দখলে চলে যায়। রাহুলের ওই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করে রাহুল লেখেন, পরিবাররে নতুন এবং কনিষ্ঠতম সদস্যের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের ছোট্ট পোষ্য নুরি। গোয়া থেকে সোজা আমাদের বাহুডোরে এসে উঠেছে, সঙ্গে বয়ে নিয়ে এসেছে আলো। নিঃশর্ত ভালবাসা, আপসহীন আনুগত্য-পশুদের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আমাদের সমস্ত প্রাণীকে ভালবাসা এবং নিরাপত্তা দেওয়া উচিত।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটির প্রতিক্রিয়া জানাতে গিয়ে একজন লেখেন, রাহুল একজন অনুভূতিশীল মানুষ। উনি পশুপ্রেমীও। শুধুমাত্র নেতা নন, দরদীও।
অন্য একজন লেখেন, কুকুরছানাটিকে দেখেই বোঝা যাচ্ছে, সে কতটা খুশি। ক্রমাগত যেভাবে লেজ দোলাচ্ছে, আমার মন গলে গেছে।
কেএ