এলইডি বাতি-টিভি আবিষ্কারের যে প্রযুক্তিতে মিলল নোবেল
কোয়ান্টাম ডট সংশ্লেষণ বিষয়ক ন্যানো প্রযুক্তির গবেষণায় চলতি ২০২৩ সালে নোবেল পুরস্কার জিতেছেন মাউঙ্গি বাবেন্দি, লুই ব্রুস এবং অ্যালেক্সেই অ্যাকিমোভ।
এমন এক প্রযুক্তিতে অবদান রাখার জন্য নোবেল দেওয়া হয়েছে তাদের, যেটি কাজে লাগছে এলইডি লাইট, মনিটর, টিভিস্ক্রিন প্রস্তুতসহ মানবদেহ থেকে ক্যানসার টিস্যু অপসারণেও।
গত শতকের ৮০’র দশকের প্রথম দিকে লুইস ব্রুস এবং অ্যালেক্সেই অ্যাকিমভ প্রথম কোয়ান্টাম ডট নামের এই আলোর এই ক্ষুদ্রতম ন্যানো পার্টিক্যালস আবিষ্কার করেছিলেন। পরে ১৯৯৩ সালে মাউঙ্গি বাবেন্দি কোয়ান্টাম ডট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যুগান্তকারী কিছু পদ্ধতি বা সূত্র উদ্ভাবন করেন।
— The Nobel Prize (@NobelPrize) October 4, 2023
তাদের এই উদ্ভাবনের কল্যাণেই গত শতকের শেষ দিক থেকে বৈদ্যুতিক বাতি, টেলিভিশন ও কম্পিউটার স্ক্রিন এবং ক্যানসারের চিকিৎসা রীতিমতো নতুন যুগে প্রবেশ করে।
এই কোয়ান্টাম ডট মূলত অতি অতি ক্ষুদ্র একপ্রকার আলোক কণা। এসব কণার মূল উপযোগিতা এদের আকারের মধ্যে।
সব কোয়ান্টাম ডটের আকার-আয়তন একরকম নয়। অর্থাৎ যে আকৃতির কোয়ান্টাম ডট এলইডি বাতি প্রস্তুতে ব্যবহার করা যাবে, সেটি টিভি বা কম্পিউটার স্ক্রিন প্রস্তুতের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আবার ক্যানসারের চিকিৎসায় বা টিউমার অপসারণে যে আকারের কোয়ান্টাম ডট ব্যবহার করা হয়, তা বাতি প্রস্তুত কিংবা স্ক্রিন তৈরিতে ব্যবহার করা সম্ভব হবে না।
কোয়ান্টাম ডটের আবিষ্কার এবং আকৃতি অনুযায়ী বিন্যাসের অবদান রাখার জন্যই মাউঙ্গি বাবেন্দি, লুই ব্রুস এবং অ্যালেক্সেই অ্যাকিমোভকে চলতি বছর নোবেলের জন্য মনোনীতি করেছে পুরস্কার প্রদান সংক্রান্ত অন্যতম কর্তৃপক্ষ সংস্থা সুইডিশ রয়্যাল একাডেমি।