ইসকন সবচেয়ে বড় প্রতারক, কসাইদের কাছে গরু বিক্রি করে
সরকারি গোশালায় থাকা গরু কসাইদের কাছে বিক্রি করে দিচ্ছে ইসকন। এমন গুরুতর অভিযোগ করেছেন ভারতের হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দলের এমপি মানেকা গান্ধী। ধর্মভিত্তিক এ গোষ্ঠীকে ‘দেশের সবচেয়ে বড় প্রতারক’ হিসেবেও অভিহিত করেছেন তিনি।
তবে বিজেপির এই নারী এমপির অভিযোগ অস্বীকার করেছে ইসকন। তারা বলেছে এসব দাবি ‘ভিত্তিহীন ও মিথ্যা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মানেকা গান্ধীকে বলতে শোনা যায়, ‘দেশের সবচেয়ে বড় প্রতারক হলো ইসকন। তারা গোশালাগুলো রক্ষণাবেক্ষণ করে; অনেক জমিসহ সরকারের কাছ থেকে সুবিধা আদায় করে নেয়।’
এরপর অনন্তপুরের একটি গোশালা পরিদর্শনে যাওয়ার কথা উল্লেখ করেন মানেকা। তিনি দাবি করেন সেখানে গিয়ে তিনি একটি বাছুরও দেখেননি। এছাড়া দুধ দেয় না এমন গাভীও দেখতে পাননি। যার অর্থ সব বাছুর বিক্রি করে দেওয়া হয়েছে আর দুধ দেওয়া গাভীগুলো রেখে দেওয়া হয়েছে; যেন সেগুলো থেকে দুধ সংগ্রহ করে বিক্রি করা যায়।
তিনি বলেছেন, ‘ইসকন কসাইদের কাছে তাদের সব গরু বিক্রি করছে। তারা যতটা করে অন্যরা এতটা করে না। এরপর তারা রাস্তায় গিয়ে হরে রাম হরে কৃষ্ণা বলে স্লোগান দেয়। তারা বলে এই দুধের ওপর তাদের জীবন পুরোপুরি নির্ভরশীল। খুব সম্ভবত ইসকন কসাইদের কাছে যত গরু বিক্রি করেছে, তাদের চেয়ে অন্য কেউ এত গরু বিক্রি করেনি।’
সূত্র: এনডিটিভি
এমটিআই