মহাসড়কে নামলো অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান
যুদ্ধের মধ্যে শত্রুপক্ষকে ঘায়েল করতে নিত্য নতুন কৌশল উদ্ভাবনের প্রক্রিয়া চলছে প্রতিনিয়ত। এর অন্যতম হলো— ঘাঁটির বাইরেও যুদ্ধবিমান উড়ানো ও অবতরণ করা। এখন যেসব যুদ্ধবিমান তৈরি করা হচ্ছে, সেগুলো এমনভাবে বানানো হচ্ছে যেন প্রয়োজনে ঘাঁটির বাইরেও এগুলো সহজে অবতরণ করতে পারে।
এর অংশ হিসেবে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মহাসড়কে সফলভাবে অবতরণ করানো হয়েছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানায়, প্রশিক্ষণের অংশ হিসেবে, নরওয়ের কাছে থাকা দু’টি এফ-৩৫ বিমান সফলভাবে ফিনল্যান্ডের কেন্দ্রীয় অঞ্চল তেরভোতে সফলভাবে অবতরণ করে। এরমাধ্যমে মার্কিনিদের তৈরি অত্যাধুনিক এ যুদ্ধবিমান প্রথমবার মহাসড়কে অবতরণের রেকর্ড গড়ে।
আরও পড়ুন>>> মিয়ানমারে পৌঁছালো রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধবিমান
নরওয়ের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বিমানগুলো সড়কে অবতরণ করার পর দ্রুত এগুলোতে জ্বালানি দেওয়া হয়। এরপর এগুলো আবার উড়ে চলে যায়। বিমানগুলোতে যখন জ্বালানি ভরা হয় তখন সেগুলোর ইঞ্জিন চালু ছিল।
এফ-৩৫ বিমানের আরেকটি মডেল এফ-৩৫বি এর আগে মহাসড়কে অবতরণ করেছিল। এ বিমানটি ঊর্ধ্বাধভাবে অবতরণেও সক্ষম। তবে এফ-৩৫ বিমান—যেটি ঊর্ধ্বাধভাবে অবতরণ করতে পারে না— সেটিও মহাসড়কে অবতরণ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ বিমানও সড়কে নামতে ও উড়তে পারে।
সূত্র: রয়টার্স
এমটিআই