সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ইরানে রুশ প্রতিরক্ষামন্ত্রী
উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ইরানে গেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দেশটিতে গিয়ে পৌঁছান তিনি।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা নিউজ জানিয়েছে, সোইগু প্রথমে বৈঠক করবেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও শীর্ষ সামরিক কমান্ডার মোহাম্মেদ বাগেরির সঙ্গে।
বাগেরির সঙ্গে এ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। যার মধ্যে থাকবে ‘সামরিক কূটনীতির উন্নতি, দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তৃত করা ও আন্তর্জাতিক হুমকি এবং সন্ত্রাসবাদ।’
এছাড়া তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া ও ইরান সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করেছে। বিশেষ করে দুই দেশই নিজেদের মধ্যকার সামরিক সম্পর্ক আরও গভীর করেছে।
ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো দাবি করে আসছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে ড্রোনসহ অন্যান্য অস্ত্র দিয়েছে তেহরান। তবে ইরান প্রথম থেকে এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।
এ মাসের শুরুর দিকে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছিল, রাশিয়ার কাছ থেকে একটি ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ বিমান বুঝে পেয়েছে ইরান। মূলত নিজেদের বিমানবাহিনীর যুদ্ধের সক্ষমতা বাড়াতে এই বিমান কিনেছে পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশটি।
গত মে মাসে যুক্তরাষ্ট্র উৎকণ্ঠা প্রকাশ করে বলেছিল, রাশিয়া ও ইরান তাদের মধ্যকার সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করছে।
সূত্র: আল আরাবিয়া
এমটিআই