১২৩ বছরের মধ্যে উষ্ণতম আগস্ট ভারতে
১২৩ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম আগস্ট মাসের সাক্ষী হলো প্রতিবেশী ভারত। আগস্টের এত গরম শত বছরেও দেখেনি কলকাতাবাসী। এর অন্যতম কারণ বর্ষাকালে বৃষ্টি কমে যাওয়া।
ভারতীয় আবহবিদরা বলছেন, পাহাড়ি রাজ্য বাদে বাকি অংশের অবস্থা শোচনীয়। এমন আগস্ট গত ১২৩ বছরেও দেখা যায়নি। বৃষ্টি কম, তাই রেকর্ড করেছে তাপমাত্রা।
জিনিউজের খবরে বলা হয়, চলতি মৌসুমে বর্ষার শুরু ভাল হয়নি। কেরালা রাজ্যে বর্ষা শুরুও হয়েছে দেরিতে। অন্যদিকে বন্যার কবলে পড়ে গুজরাত থেকে রাজস্থান, ওড়িশা থেকে মহারাষ্ট্র।
গুজরাটে ৯০ শতাংশ, রাজস্থানে ৮০ শতাংশ, কর্নাটকে ৭৪ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। পুরো আগস্টে ভারতে গড়ে মাত্র ১৬২.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রায় ৩৬ শতাংশ ঘাটতি ছিল।
ভারতের আবহাওয়া অফিসের তথ্য বলছে, আগস্টে ১৯০১ সাল থেকে এ পর্যন্ত মাত্র ৭ বার ২০০ মিলিমিটারের কম বৃষ্টি হয়েছে। চলতি শতাব্দীতে মাত্র ৩ বার, ২০০৫, ২০০৯ ও ২০২১ সালে কম বৃষ্টি পেয়েছে দেশটি।
তবে পূর্বাভাসে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে বৃষ্টি ও পানির এই ঘাটতি অনেকটাই পুষিয়ে যাবে।
এমজে