রান্নার গ্যাসের দাম সিলিন্ডারে ২০০ রুপি কমাল ভারত
খুচরা বাজারে মূল্যস্ফীতি বাড়তে থাকায় সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ২০০ রুপি হ্রাস করেছে ভারতের কেন্দ্রীয় সরকার, শতকরা হিসেবে যা ১৮ শতাংশ মূল্যহ্রাস।
ভারতে বর্তমানে সব খুচরা ক্রেতা এই ছাড়কৃত মূল্যের সুবিধা ভোগ করবেন। এর বাইরে ভারতীয় নারীদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ‘উজ্জলা’র সদস্য হয়েছেন যেসব নারী, তারা ১৪ দশমিক ২ কেজির এক একটি সিলিন্ডারে ভোগ করবেন ৪০০ রুপি মূল্যহ্রাস।
ভারতের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করে বলেন, ‘বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ভারতের ৩৩ কোটি পরিবার এবং নিম্ন আয়ের অন্তত ১০ কোটি মানুষ সরকারের এ পদক্ষেপে উপকৃত হবে বলে আমরা আশা করছি।’
এই মুহূর্তে দিল্লিতে এক একটি ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১,১০৩ রুপি, মুম্বাইতে ১,১০২.৫০ রুপি, চেন্নাইয়ে ১,১১৮.৫০ রুপি, কলকাতায় ১,১২৯ রুপি। বুধবার থেকে সাধারণ গ্রাহকেরা এর থেকে ২০০ রুপি কম দামে একটি সিলিন্ডার কিনতে পারবেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার এক টুইটবার্তায় বলেছেন, রাখি উৎসব ও ওনাম উৎসব উপলক্ষে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎসব উপলক্ষে ‘মা-বোনদের স্নেহ উপহার হিসেবে’ গ্যাসের দাম কমানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।’
চলতি বছর জুলাইয়ে শেষ বার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ রুপি বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। তার আগে মে মাসে দু’বার রান্নার গ্যাসের দাম বেড়েছিল।
এর মধ্যে খুচরা বাজারে টমেটো, পেঁয়াজ, চালসহ অন্যান্য খাদ্যপণ্যের মূল্যস্ফীতি শুরু হওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভারতের অন্তত ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি রয়েছে। জনগণের ভোগান্তিকে কাজে লাগিয়ে বিরোধী দলগুলো যেন সেই নির্বাচনে সুবিধা করতে না পারে— সেজন্যই এই মূল্যহ্রাসের পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।
২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে রান্নার গ্যাসে ৭ হাজার ৬০০ কোটি রুপি ভর্তুকি বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। মূল্যহ্রাসের নতুন এই পদক্ষেপের ফলে সেই ভর্তুকিতে যুক্ত হলো আরও ৪০০০ কোটি রুপি।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ