বিমান বিধ্বস্তে পুতিনের হাত রয়েছে, মনে করেন বাইডেন
রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনসহ ১০ জন নিহতের ঘটনার পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেন যে, এতে অবাক হওয়ার কিছু নেই যে প্রিগোজিনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
গেল জুনে প্রিগোজিন রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন; যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এই বিদ্রোহের পর মস্কোর সঙ্গে তার একটি চুক্তি হলেও এর অনেক কিছুই এখনও পরিষ্কার নয়।
তবে ওই বিদ্রোহের পর থেকেই প্রিগোজিনের বিপদের আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জুলাইয়ে বলেছিলেন, আমি যদি প্রিগোজিন হতাম, তবে আমি কী খাচ্ছি তা নিয়েও সতর্ক থাকতাম। আমি সব সময় আমার মেনুতে চোখ রাখতাম।
ফিনল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, রাশিয়াতে এমন ঘটনা খুব বেশি ঘটে না যার পেছনে পুতিনেরে হাত থাকে না।
উল্লেখ্য, গেল জুনে রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিদ্রোহে নেতৃত্ব দেওয়া ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন রাশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। বিমানটিতে ১০ জনই ছিলেন। রাশিয়া যে ১০ জন নিহতের তালিকা দিয়েছে তাতে ইয়েভগিনি প্রিগোজিনের নাম রয়েছে।
৬২ বছর বয়সী এই ভাড়াটে সেনাপ্রধান ২৩-২৪ জুন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। প্রিগোজিন ইউক্রেন থেকে তার সেনাদের সরিয়ে নিয়েছিলেন, ডনের দক্ষিণ রুশ শহর রোস্তভ দখল করেছিলেন এবং মস্কোর দিকে অগ্রসর হওয়ার হুমকি দিয়েছিলেন।
সূত্র : সিএনএন।
এনএফ