ছবি তুলতে ব্যস্ত পর্যটকরা, হঠাৎ ভেঙে পড়ল পাহাড়ের একাংশ
ব্রিটেনের ডরসেটের ওয়েস্ট বে-এর সমুদ্রের ধারে পাহাড়ের নিচে দাঁড়িয়ে ছবি তুলছিলেন একদল পর্যটক। হঠাৎ তাদের ওপর ১৫০ ফুট উঁচু থেকে আসা পাহাড়ের একাংশ ভেঙে পড়ে। এসময় ভয়ানক দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন অন্য এক পর্যটক। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী এ ঘটনার ভিডিওটি শেয়ার করেছে ডরসেট কাউন্সিল। একইসঙ্গে পর্যটকদেরও দেওয়া হয়েছে সতর্কবার্তা। যদিও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আপাতত বন্ধ রয়েছে পর্যটনস্থলটি।
— Dorset Council UK (@DorsetCouncilUK) August 10, 2023
এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী এ ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ তারা লক্ষ্য করেন পাহাড়ের গা বেয়ে ছোট ছোট পাথর গড়িয়ে নেমে আসছে। এসময় ছবি তুলছিলেন পাহাড়ের খুব কাছে থাকা বেশ কয়েকজন পর্যটক। আচমকাই তাদের ওপর ভেঙে পড়ে পাহাড়ের বিশাল একাংশ। কোনো রকমে রক্ষা পান তারা।
ব্রিটেনের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ডরসেট ওয়েস্ট বে। যা একটি ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে।
এফকে