ভাঙাচোরা দুই হাজারের বেশি সামরিক যান ঠিক করল আফগানিস্তান
বিদেশি দখলদার বাহিনীর ফেলে যাওয়া ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত দুই হাজারেরও বেশি সামরিক যান ঠিক করেছে আফগানিস্তান। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দক্ষ প্রযুক্তি দল সামরিক যান ছাড়াও বেশ কিছু হালকা ও ভারী অস্ত্রও মেরামত করে ব্যবহারের উপযোগী করে তুলেছে।
বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফগান বার্তাসংস্থা দ্য খামা প্রেস।
দুই বছর আগে ২০২১ সালের ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রসহ সব বিদেশি দখলদার সেনা আফগানিস্তান ছেড়ে চলে যায়। ওই সময় তারা ফেলে যায় দামী যুদ্ধাস্ত্র ও সাঁজোয়া যান। তবে যাওয়ার আগে এসব অস্ত্রের বেশিরভাগই ধ্বংস করে ফেলার চেষ্টা করে তারা।
সেসব ক্ষতিগ্রস্ত অস্ত্র ও যান ঠিক করেছে বাল্ক প্রদেশের ২০৯ নং আর্মি কর্পস। যার মধ্যে রয়েছে ৪৭৫ ধরনের বিভিন্ন ভারী ও হালকা যান, ১ হাজার ৯১৯টি রেঞ্জার্স ট্রাক, ১৮৬টি হাম্ভি, ৭১টি বিদেশি ট্রাক, ১৭টি ট্যাংক এবং অন্যান্য যান।
আর্মি কর্পসের মুখপাত্র জানিয়েছেন, এসব যান বিভিন্ন ব্রিগেডকে দেওয়া হবে। যেগুলো জাতীয় নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে।
২০৯ নং আর্মি কর্পসের প্রযুক্তিগত ব্যবস্থাপক আব্দুলআজিজ কলিমুল্লাহ বলেছেন, ‘অপ্রতুল মানবসম্পদ এবং সুযোগ-সুবিধা সত্ত্বেও আমরা ২ হাজার ৪৩২টি আলাদা যান মেরামত করেছি।’
আর্মি কর্পসের পক্ষ থেকে জানানো হয়েছে এসব যান এখন সংরক্ষণ করা আছে এবং এগুলো ব্যবহারের জন্য প্রস্তুত।
এদিকে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার আগেই দেশটির ক্ষমতা দখল করে তালেবান। দীর্ঘ ২০ বছর দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা।
সূত্র: খামা প্রেস
এমটিআই