মাদক কারবারীদের হাতে কর্মকর্তা নিহত, ব্রাজিলে তাণ্ডব চালাল পুলিশ
ব্রাজিলের সাওপাওলোর উপকূলীয় শহর গুয়ারুজাতে গত বৃহস্পতিবার মাদক চোরাকারবারীদের হাতে নিহত হন পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনার পর পুরো সাওপাওলোতে তাণ্ডব চালিয়েছে পুলিশ। তাদের ‘প্রতিশোধমূলক’ অভিযানে সেখানে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযান চালাতে বাইজাদা সান্তাসিয়াতে রাজ্যে অন্তত ৬০০ পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশের এমন অভিযানে ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়েন স্থানীয় মানুষ। তারা হুমকি ও পুলিশি নির্যাতনের অভিযোগ করেন। স্থানীয় সময় রোববার সাওপাওলোর পুলিশ ১০ জন নিহত হওয়ার তথ্য জানায়।
তবে রাজ্যের গভর্নর ত্রাসিকো দে ফ্রেইতাস নিহতের সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন পুলিশের হাতে ৮ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন সাধারণ হকার রয়েছেন। তাকে পুলিশ ৯ বার গুলি করেছে। এছাড়া তার দেহে নির্যাতনের চিহ্নও পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ফোলহা দে সাওপাওলো।
গত বৃহস্পতিবার টহল দেওয়ার সময় প্যাট্রিক বাসতোস রেইস নামে মিলিটারি পুলিশের এক কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন আবার এনকাউন্টারে নিহত হন বলে জানিয়েছে নিরাপত্তা সচিব গুইলহার্ম দেরিতে।
বাইজাদা সান্তাসিয়াতে রাজ্যের গভর্নর ত্রাসিকো দে ফ্রেইতাস সাবেক প্রেসিডেন্ট জেয়ার বোলাসোনারোর সরকারের অবকাঠামোমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশের এ অভিযানের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেছেন, ‘কোনোভাবেই আমরা এ ধরনের পরিস্থিতি চাই না। কিন্তু আমরা কোনোভাবে আগ্রাসন সহ্য করব না। পুলিশের কার্যক্রম নিয়ে খুবই সন্তুষ্ট আমি।’
সূত্র: দ্য গার্ডিয়ান
এমটিআই