মুসলিম উপাচার্যকে দলের ভাইস প্রেসিডেন্ট বানাল বিজেপি
বিখ্যাত আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তারিক মনসুরকে দলের ভাইস প্রেসিডেন্টের পদ দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক বাড়ানোর অংশ হিসেবে তারিককে এই পদ দিয়েছে হিন্দুত্ববাদী দলটি।
তারিক মনসুর উপাচার্য থাকাকালীন ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ে এনআরসি এবং সিএএ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল। যা থামাতে ভূমিকা রেখেছিলেন তিনি। পরবর্তীতে তিনি বিজেপির ভাতৃপ্রতীম সংগঠন আরএসএসের সঙ্গেও কাজ করেন।
ভালো সম্পর্ক থাকায় উত্তরপ্রদেশের আইন পরিষদের উচ্চকক্ষে তারিককে মনোনয়ন দেয় বিজেপি। পরবর্তীতে সেখান থেকে নির্বাচিত হন তিনি। গত কয়েক বছরের মধ্যে তারিক মনসুর চতুর্থ মুসলিম ব্যক্তি হিসেবে বিজেপির মনোনয়ন পেয়েছিলেন।
এছাড়া হিন্দু ও মুসলিমদের মধ্যে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক স্থাপনে আরএসএসের প্রজেক্টেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।
পেশায় চিকিৎসক তারিক মনসুর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জেএন মেডিকেল কলেজ থেকে সার্জারির ওপর এমবিবিএস এবং মাস্টার্স অব সার্জারি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন তিনি।
এদিকে ভারতে পিছিয়ে পড়া যে মুসলিম জনগোষ্ঠী রয়েছে তাদের ভোটগুলো মূলত বিজেপির বিরোধী দলগুলোর পক্ষেই যায়। কিন্তু এখন তাদেরকে কাছে টানার চেষ্টা করছে মোদির দল।
বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিকী বলেছেন, মনসুর একজন ‘জাতীয়তাবাদী মুসলিম’ যিনি সবসময় ‘দেশকে’ এগিয়ে রেখেছেন। মনসুর ভারতীয় মুসলিমদের ভুলত্রুটি এবং ইতিহাস সম্পর্কে বেশ ভালোভাবে জানেন। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল পথে চালিত হওয়া থেকে বাঁচিয়েছিলেন। তাকে ভাইস প্রেসিডেন্ট বানানোর বিষয়টি দলের পরিধি বাড়াতে সহায়ক হবে।
সূত্র: এনডিটিভি
এমটিআই