যান্ত্রিক ত্রুটি, ৮৭ হাজারের বেশি গাড়ি তুলে নিচ্ছে মারুতি সুজুকি
যান্ত্রিক ত্রুটি থাকায় বাজার থেকে ৮৭ হাজারের বেশি গাড়ি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকি। এস-প্রেসো এবং ইকো মডেলের ৮৭ হাজার ৫৯৯টি গাড়ি তুলে নিচ্ছে কোম্পানিটি।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা আশঙ্কা করছি এই গাড়িগুলোতে ব্যবহৃত স্টিয়ারিং টাই রডের একটি অংশে সম্ভাব্য ত্রুটি রয়েছে, যা একটা সময়ের পরে ভেঙে যেতে পারে। আর এমন ত্রুটির ফলে গাড়ির স্টিয়ারিং, এমনকি গাড়িটির পরিচালনার ক্ষেত্রে সমস্যা হতে পারে।’
বিনা খরচে ত্রুটিপূর্ণ অংশ দেখে তা প্রতিস্থাপন করে দেওয়া হবে। এজন্য গাড়িগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগ করবে অনুমোদিত ডিলাররা। এরইমধ্যে গাড়িগুলোকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, বলেও জানিয়েছে মারুতি সুজুকি।
ক্রটিপূর্ণ এই মডেলগুলো তৈরি করা হয়েছিল ২০২২ সালের ৫ জুলাই থেকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জেডএস