ক্যামেরুনে ভবন ধসে নিহত অন্তত ১২
মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে একটি চার-তলা ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার দেশটির রাজধানী ডুয়ালায় ভবন ধসের এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।
ডুয়ালার পূর্বাঞ্চলীয় অ্যাঞ্জে রাফায়েল এলাকায় অবস্থিত ভবনটি রোববার মধ্যরাতের দিকে ধসে পড়েছে। পার্শ্ববর্তী লিত্তোরাল অঞ্চলের গভর্নর স্যামুয়েল ডিউডোন ইভাহা দিবুয়া ভবন ধসের স্থানে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে বলেছেন, মধ্যরাতে ভবনটি ধসে পড়েছে। এতে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত আরও কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ভবন ধসের ঘটনায় মোট ৩১ জন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। লিত্তোরালের এই গভর্নর বলেছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ধ্বংসস্তূপের নিচে যাতে কেউ আটকা না থাকে, সেটি নিশ্চিত করার জন্য উদ্ধারকারী দলের সদস্যরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।
তবে অ্যাঞ্জে রাফায়েল এলাকার এই ভবন ধসের কারণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরুনের ফায়ার ব্রিগেড, রেড ক্রস এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা এখনও ঘটনাস্থলে কাজ করছে।
আহতদের মধ্যে তিন শিশু ও অন্তত ১০ জন প্রাপ্তবয়স্ক পুরুষ পার্শ্ববর্তী ল্যাকুইন্টিনি হাসপাতালে জরুরি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে এএফপি। সেখানকার কর্মীরা বলছেন, হাসপাতালে আনার পর তিন বছর বয়সী এক মেয়ে শিশু মারা গেছে।
ক্যামেরুনের কর্তৃপক্ষ গত কয়েক মাস ধরে বন্যা বা ভূমিধসের ঝুঁকিতে থাকা বাড়িঘর ভেঙে ফেলার কাজ চালিয়ে আসছে। কিন্তু ভবন ধসে যাওয়া অ্যাঞ্জে রাফায়েল এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার উদ্যোগ এখনও দেখা যায়নি।
মধ্য আফ্রিকার এই দেশটিতে ভবন ধসের ঘটনা অস্বাভাবিক নয়। এর আগে, ২০১৬ সালে রাজধানী ডুয়ালায় নিয়ম লঙ্ঘন করে নির্মাণ করা জরাজীর্ণ একটি ভবন ধসে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটে।
এসএস