আফগানিস্তানে শুধু ছেলেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে
আফগানিস্তানে এ বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, মেয়েদের বাদ দিয়ে শুধুমাত্র ছেলেদের পরীক্ষা নিতে— জাতীয় পরীক্ষা কর্তৃপক্ষকে (নেক্সা) নির্দেশ দিয়েছে তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৯ জুলাই) জাতীয় পরীক্ষা কর্তৃপক্ষ এক টুইট বার্তায়ও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসেছে সেটি তারা মানবে। কারা পরীক্ষা দিতে পারবে আর কারা দিতে পারবে না সেটি তারা নির্ধারণ করতে পারবে না।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে বঞ্চিত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেয়ে শিক্ষার্থীরা। তারা বলছেন, তালেবানের এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে এবং মেয়েদের উচ্চ শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়ার বিষয়টি সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে।
নারী অধিকারকর্মী সুরাইয়া পাকান বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, শিক্ষার ক্ষেত্রে এই সরকার ব্যর্থ হয়েছে এবং তারা মেয়েদের জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয়ের দরজা পুনরায় খুলতে পারেনি।’
সাহার নামে এক শিক্ষার্থী বলেছেন, ‘শিক্ষা থেকে বঞ্চিত করে আমাদের আফগানিস্তান ছাড়তে বাধ্য করা উচিত হবে না।’
কুবরা নামে অপর এক শিক্ষার্থী বলেছেন, ‘আমরা ইসলামিক আমিরাতের প্রতি অনুরোধ জানাই, মানুষ হিসেবে, নারী হিসেবে আমাদের সম্মান করুন। আমাদের জন্য স্কুলের দরজার খুলে দিন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ দিন।’
জাতীয় পরীক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচটি ধাপে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১১টি প্রদেশ, দ্বিতীয় ধাপে ১২টি প্রদেশ এবং তৃতীয় ধাপে ১০টি প্রদেশ এবং চতুর্থ ধাপে রাজধানী কাবুলে পরীক্ষা নেওয়া হবে। আর এই চার ধাপে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হবেন তাদের আরেকবার সুযোগ দেওয়া হবে পঞ্চম ধাপের পরীক্ষায়।
সূত্র: তোলো নিউজ
এমটিআই