রাতারাতি চুরি ৯০ ফুটের আস্ত ব্রিজ!
মুম্বাইয়ে রাতারাতি চুরি হয়ে গেছে ছয় হাজার কেজি ওজনের আস্ত ব্রিজ। এতে করে মাথায় হাত পড়ার উপক্রম নির্মাণ সংস্থার। পশ্চিম শহরতলিতে বড় নর্দমার উপরে স্থাপন করা হয়েছিল ৯০ ফুট লম্বা একটি অস্থায়ী লোহার সেতু। সেটিই নাকি রাতারাতি হাওয়া হয়ে গেছে! এ ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, বিরাট ব্রিজ চুরি কীভাবে সম্ভব?
বাঙুর নগর থানা জানিয়েছে, পশ্চিম মালাডে তৈরি করা হয়েছিল ওই ব্রিজ। বড় নর্দমার এক পাশ থেকে আরেক পাশে বিপুল সংখ্যক হাই ভোল্টেজ বিদ্যুতের তার নিয়ে যাওয়ার জন্যই অস্থায়ী ব্রিজটি তৈরি করা হয়। মাস কয়েক আগে সেখানে নতুন স্থায়ী ব্রিজ তৈরি হলে অস্থায়ী ব্রিজটিকে অন্য জায়গায় সরানো হয়। গত ২৬ জুন নির্মাণকারী সংস্থার লোকেরা দেখেন, সেই ব্রিজ চুরি হয়ে গেছে। পরে থানায় অভিযোগ দায়ের করেন তারা।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শেষবার ৬ জুন ব্রিজটি যথাস্থানেই ছিল। তারপর কোথায় গেল? এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ১১ জুন ব্রিজ চত্বরে একটি বড় গাড়ির আনাগোনা দেখা গিয়েছিল।
তদন্তকারীরা জানতে পারেন, ওই গাড়িতে ছিল গ্যাস কাটার মেশিন। যার সাহায্যে মোটা লোহার পাত কাটা হয়েছিল। এর পরই অভিযুক্ত নির্মাণকারী সংস্থার এক কর্মী এবং তার চার সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। ইতোমধ্যে তাদের জেরা করে চুরি যাওয়া ব্রিজ উদ্ধার করা হয়েছে। অবশ্য ব্রিজটি আর গোটা অবস্থায় নেই।
কেএ