বাংলাদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ভুটানের প্রধানমন্ত্রী
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশ সফর শেষে দেশে ফিরেই প্রতিনিধিদলসহ তিন সপ্তাহের কোয়ারেন্টাইনে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। এছাড়া কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গত শনিবার (২৭ মার্চ) করোনার টিকা নিয়েছেন তিনি।
ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, আগামী ২১ দিন প্রধানমন্ত্রীর সব দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হবে। এ সময় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা কোয়ারেন্টাইনে থাকবেন।
— PM Bhutan (@PMBhutan) March 25, 2021
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হওয়ার পর গত ২৩ মার্চ ওই প্রতিনিধিদলসহ ঢাকায় অবতরণ করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
ঢাকা সফর শেষে গত বৃহস্পতিবার (২৫ মার্চ) ভুটানে ফিরে বিমানবন্দরে পার্কিং করা গাড়িতে চড়েই সরাসরি কোরেন্টাইনে যান ডা. লোটে শেরিং। একইভাবে কোয়ারেন্টাইনে যান তার সফরসঙ্গীরাও।
— PM Bhutan (@PMBhutan) March 27, 2021
ভুটানের রাজার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফরে আসা দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিংকে গত বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এএস