দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ি এটি, দাম জানেন
এমিরেটস হিলস দুবাইয়ের সবচেয়ে দামি আবাসিক এলাকা। সেখানে পর পর খালি অতি বিলাসবহুল প্রাসাদের ছড়াছড়ি। আর তারই মধ্যে সবচেয়ে দামি বাড়ি এটি। বাড়ির মোট ইনডোর স্পেস ৬০ হাজার বর্গফুট।
ফলে, আমাদের আমজনতার ৬০টি বাড়ির সমান। পাঁচটি বেডরুম রয়েছে। তার মধ্যে প্রধান বেডরুমটিই প্রায় ৪ হাজার বর্গফুট। অর্থাৎ এই একটি বেডরুমই মধ্যবিত্ত মানুষের মোট ৪-৫টি বাড়ির চেয়েও বড়। তাছাড়া বিশালাকার ডাইনিং ও বিনোদনের রুম রয়েছে।
দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ির দর উঠল ২০৪ মিলিয়ন ডলার। এমিরেটস হিলের এই বিশাল প্রাসাদের দাম বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ২০৬ কোটি টাকার বেশি।
এত দাম দিয়ে যিনি বাড়ি কিনবেন, তার যে প্রচুর নামীদামি গাড়ি থাকবে, তা বলাই বাহুল্য। মোট ১৫টি গাড়ি রাখা যাবে, এমন বিশাল গ্যারেজ রয়েছে এই প্রাসাদে। সেই সঙ্গে ইনডোর ও আউটডোর পুল রয়েছে।
৭০ হাজার লিটারের মেরিন অ্যাকোয়ারিয়াম রয়েছে। যা কিনা অনেক বড় বড় চিড়িয়াখানাতেও থাকে না।
এত বড় প্রাসাদ তাই এতে নিজস্ব পাওয়ার সাবস্টেশনও রয়েছে। বিপদকালীন পরিস্থিতিতে লুকিয়ে পড়ার জন্য একটি প্যানিক রুমও রয়েছে। বাড়ির সামনে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বিশাল সুইমিং পুল।
ওএফ